যারা আবেদনের জন্য যোগ্য হবেন: যে কোন non-EEA স্টুডেন্ট ২০০৪ সালের ৩১শে ডিসেম্বর অথবা তার পূর্বে আয়ারল্যান্ডে এসেছেন এবং গার্ডা ন্যাশনাল ইমিগ্রেশন বুরোর (GNIB) সাথে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে, শুধুমাত্র তারাই উপযুক্ত আবেদনকারী বলে বিবেচিত হবেন। 

(১) যে সকল non-EEA স্টুডেন্ট আয়ারল্যান্ডে বসবাস করছেন না, অথবা ইতিমধ্যে আয়ারল্যান্ড ত্যাগ করেছন তারা প্রাথমিক আবেদনের অনুপযুক্ত বলে বিবেচিত হবেন। (২) প্রাথমিক বর্ধিতাংশ (দুই বৎসরের প্রাথমিক ভিসা) পাওয়ার জন্য স্টুডেন্টদের কে অবশ্যই রেজিষ্ট্রেশনের প‌্রথম দিন থেকে আবেদনের তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডে বৈধ ভিসা নিয়ে বসবাস করতে হবে। (৩) স্টুডেন্টদেরকে অবশ্যই গত তিন বছরের মধ্যে প্রাপ্ত একটি P60 Certificate থাকতে হবে। (৪) এই বর্ধিত ভিসা প্রাপ্তির যোগ্যতা নিশ্চিত করতে হলে স্টুডেন্টদেরকে অবশ্যই Statutory Declaration ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

"Student Probationary Extension" এর বিস্তারিত:
"The Student Probationary Extension" -এ একজন উপযুক্ত ছাত্রকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে দুই বৎসরের জন্য প্রাথমিক বর্ধিত ভিসার সুবিধা অনুমতি প্রদান করবে। এই দুই বৎসর ব্যাপি সময়ে সুডেন্টরা ষ্ট্যাম্প ২ এর অধীনে বসবাস করবে এবং তাদের স্ট্যাটাস স্টুডেন্ট হিসেবেই গন্য হবে।

দুই বৎসরব্যাপি প্রাথমিক ভিসা চলাকালীন সময়ে নিম্নের শর্তাবলী প্রযোজ্য হবে:
(০১) উপযুক্ত স্টুডেন্টকে কোন স্কুলে/কলেজ/বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রেশন করা বা ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
(০২) কোন প্রকার ওয়ার্ক পারমিট ব্যাতিত উপযুক্ত স্টুডেন্ট সপ্তাহে সর্বোচ্চে ৪০ ঘন্টা কাজ করতে পারবে।
(০৩) উপযুক্ত স্টুডেন্টকে অবশ্যই তাদের ব্যক্তিগত মেডিক্যাল বিমা চালিয়ে যেতে হবে। 
(০৪) উপযুক্ত স্টুডেন্টকে অবশ্যই আয়ারল্যান্ডে উক্ত দুই বৎসর অবস্থান করতে হবে, কোন প্রকার সরকারী সুযোগ সুবিধা গ্রহন ব্যতিত (যেমন: ভাতা, মেডিকেল কার্ড ও চাকুরি খোজার জন্য সরকারি ভাতা)
(০৫) উপযুক্ত স্টুডেন্টদের স্বামী বা স্ত্রী, যদি আয়ারল্যান্ডের বাহিরে থাকে, তাহলে তারা আয়ারল্যান্ডে আসার ব্যাপারে আবেদন করতে পারবে না।

"Probationary Period (প্রাথমিক ২ বৎসর সময়)" এর সর্বশেষ কথা:
প্রাথমিক বর্ধিত ভিসার দুই বৎসর শেষে উপরোক্ত শর্তাবলী মানিয়া একজন স্টুডেন্ট আয়ারল্যান্ডে বসবাসের জন্য STAMP 4 -এ আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। 

STAMP 4 -এ আবেদনের সাথে নিম্নের বিষয়গুলো দেখাতে হবে:
(০১) কার্যপ্রণালী প্রদর্শন করতে হবে যে, তারা উক্ত প্রাথমিক বর্ধিত দুই বৎসর ভিসা চলাকালীন সময় আয়ারল্যান্ডে অবস্থান করেছে।
(০২) একটি বৈধ P60 Certificate জমা দিতে হবে যা কিনা উক্ত দুই বৎসরে প্রাপ্ত হয়েছে।
(০৩) উক্ত দুই বৎসরে আয়ারল্যান্ডে থাকা অবস্থায় কোন প্রকার সরকারি সুবিধা অর্থাৎ (বর্ধিত সামাজিক ভাতা, মেডিকেল কার্ড ও চাকুরি খোজার ভাতা ইত্যাদি) গ্রহণ করা যাবে না।

(০৪) ভালো চরিত্রের অধিকারী হতে হবে, কোন প্রকার অপরাধে অপরাধি হয়ে দোষী সাভ্যস্ত হওয়া যাবে না এবং কোন প্রকার অপরাধও করা যাবে না।
(০৫) ধার্যকৃত ইমিগ্রেশন লেভি প্রদান করতে হবে।
(০৬) আবেদনের জন্য যথাযত ফর্ম ২০১৪ সালে প্রকাশিত হবে। ইমিগ্রেশন লেভি দ্বিতীয় বৎসরের (প্রাথমিক বর্ধিত ভিসার) শেষ পর্যায়ে প্রদান করতে হবে। লেভির ইউরোর পরিমান মিনিষ্টার ফর জাস্টিজ এবং ইকিউলিটি কর্তৃক দ্বিতীয় বৎসর (স্টুডেন্ট প্রাথমিক বর্ধিত ভিসার) শেষ হওয়ার পূর্বে নির্ধারণ করে প্রকাশ করা হবে।

প্রাথমিক বর্ধিত ভিসার ব্যাপারে কোন প্রকার প্রশ্ন থাকলে ইমেই করুন এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।

নাসির আহামেদ - বার্তা সম্পাদক
তথ্যসূত্র:
 www.inis.gov.ie