এক এক দেশের মানুষের আবেগ এক এক রকম, লাটভিয়া ইউরোপের একটা দেশ তারা চিকিৎসকদের প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ এমন একটা স্ট্যাচু অবমুক্ত করে কিছু দিন আগে। আমাদের দেশে এমনটা হবে তা আমরা প্রত্যাশা করি না কিন্তু ন্যুনতম সম্মান প্রত্যাশা করি।
অনেকেই বলেন বাংলাদেশের মানুষ কেন চিকিৎসকদের পছন্দ করে না, তার কিছু উত্তর আমি খোঁজার চেষ্টা করেছি যা নিচে বর্ননা করা হলঃ
১৭ কোটি জনগনের জন্য ১লক্ষ চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক ১০ থেকে ২০ হাজার, মানুষের ধর্ম হচ্ছে সে কোন কিছুতে অপেক্ষা করতে চায় না, বিশেষ করে জরুরি মুহূর্তে কিন্তু জরুরী সময় আপনাকে চিকিৎসকের নিকট গিয়ে অপেক্ষা করতে হয়, সেখান থেকেই প্রথম বিরক্তি তৈরি হয়, যখন আপনি সরকারী হাসপাতালে যান বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পান যেমন হাসপাতাল পরিষ্কার না, বৈদ্যুতিক পাখা নষ্ট, রোগী বহন করার ট্রলি পাওয়া যায় না, কাজ করাতে টাকা খরচ করতে হয়, (এই গুলো কোনটার জন্য চিকিৎসক দায়ী নয়) আপনি সব সময় চান আপনার রোগীর সাথে একজন চিকিৎসক বসে থাকুক কিন্তু সেটা কি সম্ভব? রোগীর হাসপাতালে চিকিৎসার সময় সাথে লোক থাকা পৃথিবীর কোন দেশে নেই কিন্তু বাংলাদেশে থাকে যেহেতু পর্যাপ্ত নার্স নেই, এক ধরণের ঈর্ষাও কাজ করে যখন কোন ব্যস্ত চিকিৎসক এর চেম্বারে যান তখন তার রোগীর সংখ্যা দেখে তার টাকার হিসাব গুনতে শুরু করে দেন, একটা ইমেজ আপনার মনে তৈরি হয়ে আছে চিকিৎসকের পরিবার নাই, তার কোন দুঃখ নাই, সব সময় হাসি মুখে চিকিৎসা দিবে আপনি ইচ্ছা হলে তাকে কিছু দিলেন, না দিলে নাই। সকল পেশার মত এই পেশাতেও কিছু খারাপ লোক থাকবে কিন্তু মানবিক চিকিৎসকের তুলনায় সে সংখ্যা নগণ্য। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি পেশাজীবিদের মধ্যে সবচেয়ে বেশি দান বাংলাদেশে চিকিৎসকরাই করেন কিন্তু তারা প্রচার করেন না। স্বাস্থ্য ব্যবস্থাপনার সিদ্ধান্ত বাংলাদেশে চিকিৎসক নন এমন ব্যক্তিরা নেন (চিকিৎসকদের শীর্ষ প্রশাসনিক পদগুলোতে চিকিৎসকরা নেই) তার দায়ভারও আপনি চিকিৎসককে দিচ্ছেন, লিখে তো আর শেষ করতে পারবো না, কিছুটা চোখ আপনিও খুলেন অনেক উত্তর পেয়ে যাবেন আশা করি, ধন্যবাদ।
আল আমিন