আপনি যদি কাপড় দিয়ে মুখ ঢাকেন, কভিড-১৯ সংক্রমণের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে সেন্টার ফর ডিজিজ কন্ট্রল এন্ড প্রিভেনশন (CDC) এর নির্দেশিকা মেনে চলুন।

ভালো করে নাক ও মুখ ঢেকে রাখুন, নিয়মিত হাত ধৌত করুন ও ব্যবহার্য মাস্ক পরিবর্তন করুন অথবা জীবাণুমুক্ত করুন। চিকিৎসা সেবার সাথে যারা জড়িত অসুস্থ রোগীর সংস্পর্শে এসে তাদের ভাইরাসে সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত বেশী। তাই স্বাস্থ্যসেবা কর্মীরা খুবই সচেতন থাকেন যেন তাদের নাক ও মুখে আক্রান্ত রোগীর হাঁচি কাশি হতে নির্গত জলকণা প্রবেশে কার্যকর প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পরিধেয় কাপড় বা মাস্ক থাকে।

স্টানফোর্ড হেলথ কেয়ারের ইনফেকশাস ডিজিজ ফিজিশিয়ান আনি লিউ বলেন, "যখন মুখে মেকাপ দিয়ে মাস্ক পরা হয় তখন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ব্যবহৃত মাস্ক পরবর্তীতে জীবাণুমুক্ত করে পুনরায় পরিধান করা ঝুঁকিপূর্ণ কেননা মেইকাপে বিদ্ধমান বিভিন্ন ক্যামিকেল মাস্কের সুরক্ষা প্রাচীর নস্ট করে ফেলে, ফেব্রিকসের কার্যকরীতা নস্ট হয়ে যায়।"

বোস্টন মেডিক্যাল সেন্টারের আরেকজন ইনফেকশাস ডিজিজ ফিজিশিয়ান কাসানড্রা এম পায়ারের মতে সার্জিক্যাল মাস্ক N95 ও কাপড়ের মাস্কে মেইকাপের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রপথ সৃষ্টি হতে পারে যা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই এই দুইজন রোগ তত্ত্ব বিশেষজ্ঞ মাস্কের সাথে মুখে মেকাপ না নেয়ার পরামর্শ দেন।

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে আলোরী ডট কম থেকে