আইরিশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ থেকে আগামী কয়েক দিন পোলেন এর ঝুঁকি উচ্চ মাত্রায় থাকবে।
ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের এলার্জির সমস্যা হয় তারমধ্যে Hay fever (খড়-জ্বর ) অন্যতম যেমন: নাকে পানি ঝরা, নাক চুলকানি, হাঁচি, নাক বন্ধ, চোখ লাল হয়ে যাওয়া পানি ঝরা সাথে চুলকানি, কাশি, মাথা ব্যাথা ধরা ইত্যাদির নানাবিধ এলার্জি সমস্যা আছে তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অথবা ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে প্রকৃতিগতভাবে ফুলের রেণু, ঘাস বৃদ্ধি বিভিন্ন আগাছা ইত্যাদির কারণে পোলেন বৃদ্ধি পাচ্ছে বলে পূর্বাভাষ দেয়া হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য Met Éireann এর ওয়েব সাইটটি দেখুন www.met.ie
আসুন আমরা নিচের তালিকা থেকে জেনে নিই কোভিড-19 এবং Hay fever এর পার্থক্য এবং উপসর্গগুলোঃ
ভালো থাকুন, আনন্দে থাকুন এবং ঘরেই থাকুন।
দীলিপ বডুয়া
ডাবলিন, আয়ারল্যান্ড