প্রাকৃতিক নানা উপাদান ত্বকের সুরক্ষাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এই ভেষজ উপাদানের ব্যবহারে ত্বকের উজ্জ্বল্য বাড়ে৷ এর সঙ্গে সৌন্দর্যেও এক নতুন মাত্রা যোগায়৷ চলুন সেই ভেষজ উপাদানগুলোর কথা জেনে নিই৷
বাদাম এবং কমলা লেবু: মেয়েদের একটা সমস্যা হল ব্রোনের দাগ মেটানো৷ যদি মুখে ব্রোনের কারণে দাগ হয় তাহলে দুটো বাদাম পিষে তার মধ্যে দুধ ও এক চামচ শুকনো কমলা লেবুর গুড়ো মিশিয়ে আস্তে আস্তে মুখে ঐ পেস্টটা লাগান৷ বেশ কিছুক্ষন রাখার পর ঐ প্যাকটা যখন মুখে শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ অল্প দিনের মধ্যেই আপনার মুখের সব দাগ দূর হযে যাবে৷
দুধ ও চন্দন পাউডার: রোদের কারণে অনেক সময় ত্বক পুড়ে যায়৷ চামড়ার মধ্যে কালো ছাপ তৈরি হয়৷ সেক্ষেত্রে ত্বকের উজ্জ্বাল্য ফিরিয়ে আনতে ডাবের জলের মধ্যে দুধ, অল্প চন্দন পাউডার, শশার রস, লেবুর রস, বেসন মিশিয়ে একটা প্যাক তৈরি করুন৷ সপ্তাহে দু দিন ঐ প্যাকটা সারা শরীরে লাগিয়ে বেশ কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ এতে কালো ভাবটা দূর হয়ে যাবে৷
অনলাইন ডেস্ক