বাংলাদেশে এই প্রথম পবিত্র ধর্ম ইসলামের জন্য অভিনেত্রীদের মধ্যে অভিনয় ছাড়লেন সুজানা। অভিনেতাদের মধ্যে অবশ্য চিত্রনায়ক মিঠুন এদেশে চলচ্চিত্র জগতকে প্রথম বিদায় জানিয়ে আমৃত্যু ধর্মীয় জীবন যাপন বেছে নিয়েছিলেন।
সুজানা জাফর | দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীদের মধ্যে অন্যতম । গত কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী ও ব্যবসায়ী হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন।
মিডিয়ায় ক্যারিয়ার মাত্র ১৬ বছর অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে সুনামের সঙ্গে কাজ করছেন তিনি। এ সময়ে এসে জনপ্রিয় এ মডেল অভিনেত্রী মিডিয়াকে ‘গুডবাই’ বললেন! শুধুমাত্র নিজ ধর্ম ইসলামের জন্যই নাকি অভিনয় জগত ছেড়েছেন তিনি।
সুজানা ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন । গত তিন মাস হোম কোয়ারেন্টাইনে থেকে নিয়মিত কোরআন, হাদিস পড়েছেন। আর ধীরে ধীরে নাকি বদলে গেছে তার মন। এমনটাই সংবাদ সংস্থা বিডিপ্রেস এজেন্সিকে জানিয়েছেন তিনি।
সুজানা বলেন, ‘গত ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি প্রশান্তি পেয়েছি, তা এর আগে কোনভাবেই কখনই পাইনি।নিবিড় ধর্মীয় চর্চা করার পর আমার মন থেকে পার্থিব এই অভিনয় জগতে অভিনয় করার ইচ্ছে চিরতরে নষ্ট হয়ে গেছে। তাই আমি আর এই জগতে কাজ করতে চাইনা।’
উল্লেখ্য, ২০০১ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুজানা জাফর। ২০০৩ সালে তিনি লাক্স ফটোসুন্দরী খেতাব পান। এরপর অনেক বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে তার দেখা মিলেছে। গত ৩ বছর ধরে মিডিয়াতে অনিয়মিত সুজানা। বর্তমানে বুটিক্স ব্যবসা করছেন।