আপনার মন খারাপ, চলুন আপনার মন ভালো করে দেই, দিলীপ বড়ুয়া কর্তৃক প্রকাশিত "রবিবারের বিনোদন" ভিডিওটি দিয়ে। আয়ারল্যান্ডের ডাবলিনে দীর্ঘদিন ধরে বসবাসকারী আমাদের সকলের অতি সুপরিচিত মুখ দিলীপ কুমার বড়ুয়া।
পেশায় ব্যবসায়ী, মিঃ বড়ুয়া সোস্যাল মিডিয়াতে খুবই স্বক্রিয়। ব্যবসায়ী হওয়া স্বত্তেও তিনি গল্প, কবিতা এবং বিষয়ভিত্তিক অনেক কিছুই সামাজিক মাধ্যমে আমাদেরকে উপহার দিয়ে আসছেন।
সম্প্রতি মিঃ বড়ুয়া সোস্যাল মিডিয়াতে একটি বিনোদনমূলক ভিডিও প্রকাশ করেন। উক্ত ভিডিওতে তিনি টেলিভিশন প্রেজেন্টারের ভূমিকায় ছিলেন। ভিডিওটি সোস্যাল মিডিয়াতে প্রকাশের পর অসংখ্যবার দেখা হয়েছে এবং কমেন্ট করতে ভুলেননি আমাদের কমিউনিটির লোকজন। এখনো যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ভিডিওটি নিচে দিয়ে দিলামঃ
নাসির আহামেদ