অসময়ে বৃষ্টি একটি রোম্যান্টিক বাঙ্গালী একক এ্যালবাম যা রচনা করেছেন আরিন্দম সাতপাতি এবং মেখলা দাশগুপ্ত দুজনেই এবং গেয়েছেন মেখলা দাশগুপ্ত নিজেই। এই রোমান্টিক ঘরনার গানটি ঘুরছে মৌসুমের প্রথম বৃষ্টি ছোয়ায়। গানটি আপনাদের ভালো লাগবে।
গীতিকবিতার শেষে ইউটিউবের ভিডিওটি দেখুন
গানটির গীতিকবিতা
অসময়ি এ বৃষ্টিতে আমি,
অসময়ি এ বৃষ্টিতে তুমি,
কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে ।
ধুয়ে যাক না এ মন অভিমানী।
মেঘলা আকাশ, হাল্কা হাওয়া।
যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া।
আধখোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ।
তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ।
আধভেজা প্রহর, আধভেজা শহর।
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।
হালকা পায়ে রঙ ধোয়ানোর আবদার,
মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার।
রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল,
রঙিন সাজুক আমার শহর অনর্গল।
মেঘেরা ক্লিপ খুলেছে মন জুড়োয় খুশিতে,
হালকা হাওয়ায় সিম্ফোনিতে কাটছে আজ অবসর।
আধভেজা প্রহর, আধভেজা শহর।
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।
এর ফাঁকেই নাম না জানা ইচ্ছে,
ফের তোমাকে মন পাঠিয়ে দিচ্ছে।
বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প,
আবছা আলো আর না বলা গল্প।
তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি,
আর নিজেকে ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছি তারপর।
আধভেজা প্রহর, আধভেজা শহর।
আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর।
নাসির আহামেদ