জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্নিমাকে আরেকজন জনপ্রিয় টিভি অভিনেতা অপূর্ব -এর সাথে একসঙ্গে দেখা যাবে ঈদের টেলেফিল্ম "বাসবই ভালো" তে। টেলেফিল্মটি রচনা এবং পরিচালনা করেছেন এস এ হক অলিক. এটি পরিবেশিত হবে ঈদ উল ফিতর চতুর্থ দিনে রাত ৮ টায় গাজী টেলিভিশন - এ।
টেলেফিল্মটির কাহিনী এরকম - নিশিকা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তার স্বামী আবির এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ডাক্তার নিশিকাকে জানায় যে আবিরকে বাঁচাতে চিকিত্সার জন্য প্রচুর টাকার প্রয়োজন। নিশিকা অনেক চেষ্টা করেও যখন টাকার যোগাড় করতে ব্যর্থ হয়, তখন আবির আর নিশিকার বন্ধু নেহাল সাহায্যর হাত বাড়িয়ে দেয়। নেহাল আবিরের চিকিত্সার টাকা দিতে রাজি হয় কিন্তু তার একটি শর্ত আছে। এখানেই টেলেফিল্মটির কাহিনী অন্য দিকে মোড় নেয়...
লুবনা আহমেদ - সহ সম্পাদক