এইবারের ঈদে আমাদের চট্টগ্রামের ছেলেদের অগ্রিম উপহার: আধুনিক, একশনধর্মী, সচেতনতামূলক শর্ট নাটক "ফেইক ID"

নাটকের সংক্ষিপ্ত কাহিনীঃ
এলাকার বড় ভাই, জিসান। ছোট ভাইদের অনেকের সমস্যার সমাধান করেন নিজেই।একসময় তার এক ঘনিষ্ঠ ছোট ভাই দিপু তাকে  ফোন করে। দিপু তাকে জানায়, পাশের এলাকার ছেলে রাহাত তাকে ফেসবুক এ গ্রুপ চ্যাট এ সবার সামনে অনেক অপমান করেছে।জিসান প্রতিশোধ নিবে বলে ঠিক করে। অনেক চিন্তা ভাবনা করে তারাও ফেসবুককে বেছে নেয় কারণ এটি আমাদের বর্তমান জীবনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম। একটা "ফেইক ID" খুলে জিসান আর দিপু। জিসান তার গার্ল ফ্রেন্ড কে কাজে লাগিয়ে রাহাত এর সাথে অনেক বড় প্রতারনা করে।রাহাত রাগে, দুঃখে, এর পাল্টা জবাব দেয়, দিপু কে হত্যার মাধ্যমে। এই ভাবে এগিয়ে যায় "ফেইক ID" নাটকের কাহিনী............।।

নাটকটির আকর্ষণীয় অংশ হল এর এডিটিং অংশ, অসাধারণ 'ভিডিও FX' দেয়া হয়েছে এতে। আর আছে অসাধারণ sound এর ব্যবহার। আপনাদের পছন্দ হবেই।

অনলাইন প্রতিবেদক