ঈদের টেলিছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন সজল। এবারই প্রথম এ দুজন একসঙ্গে অভিনয় করছেন। পার্থ সরকারের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবিটির নাম "টু বি অর নট টু বি"।
গত মঙ্গলবার টেলিছবিটির প্রমো শুট করেছেন পরিচালক। কাল থেকে টানা তিন দিন ঠাকায় এর শুটিং হবে। মৌসুমীর বিপরীতে অভিনয় করা প্রসঙ্গে সজল বলেন "মৌসুমী আপার সঙ্গে স্টেজ ও ফটোশুটে কাজ করলেও নাটক বা টেলিফিল্মে এবারই প্রথম কাজ করছি। যেটুকু কাজ করেছি, আমার খুবই ভালো লেগেছে। গল্পটাও একটু ডিফারেন্ট। এখানে আমি একজন মডেল ফটোগ্রাফার। মৌসুমী আপা একজন ইনভেষ্টিগেটর।"
মৌসুমী বলেন, "এই টেলিছবির গল্পটা আমার খুব ভালো লেগেছে। কেবলই বলার জন্য বলছি না। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি কাজ বাদ দিয়ে এই কাজটা করছি। বুঝতেই পারছেন গুরুত্বটা।"
পরিচালক জানান, ঈদের পঞ্চম দিন চ্যানেল টোয়েন্টিফোরে রাত ৯টা ৩০ মিনিটে টেলিছবিটি প্রচারিত হবে। মৌসুমী, সজল ছাড়াও আরো অভিনয় করেছেন লৎফুর রহমান জর্জ, পিয়া, আলিফ প্রমুখ।
নাসির আহামেদ - বার্তা সম্পাদক