একজন নারী একজন পুরুষকে কেমন দেখতে পছন্দ করে? পুরুষের কাছে তার চাওয়াগুলোইবা কেমন? সব চাওয়া কি সব বয়সে একই থাকে? সম্প্রতি গুগল ঘেটে একটা চমৎকার পর্যালোচনা পেলাম। ভাবলাম সা. ইন-এর বন্ধুদের সাথে শেয়ার করি।
তবে এবারও পুরো বিষয়টাকে আমার মত করে পরিবর্তন করে নিয়েছি। বিশেষত চাওয়াগুলোতে কিছু 'ফ্লো' আছে যেগুলো সম্পূর্নই আমার তৈরী।
***সময়ের দর্পনে পুরুষের কাছে নারীর চাওয়া........!***
১৩-১৯ বছর বয়সে
..........................................
............অনন্ত চাওয়া..............
..........................................
..........................................
..........................................
.......গুনে শেষ করা সম্ভব নয়......
..........................................
..........................................
..........................................
........তাই শুরু করা হলো না......
..........................................
..........................................
২০-২৯ বছর বয়সে
১. সুদর্শন হতে হবে।
২. মুগ্ধ শ্রোতা হতে হবে একশ ভাগ।
৩. ফ্যাশন সচেতন হওয়াও জরুরী।
৪. রোম্যান্টিক হতে হবে।
৫. শিল্পানুরাগী না হলেও ধারনা থাকতে হবে।
৬. সেন্স অব হিউমার থাকতে হবে প্রবল।
৭. আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের ছেলে হতে হবে।
৮. রোম্যান্সের জন্য জিম করা ফিগার থাকা প্রয়োজন!
৩০-৩৯ বছর বয়সে
১. ভালো ব্যাঙ্ক ব্যলেন্স থাকা জরুরী
২. কথা বলার থেকে শুনবে বেশি
৩. জোকস্-এ হাসতে হবে (হাসি না আসলেও)
৪. রান্না খেয়ে প্রসংশা করতে হবে (অখাদ্য হলেও)
৫. কাজ সবাই করে, ওটার বাহানা দেয়া চলবে না।
৬. কারের দরজা খোলা, শপিং মলে ব্যাগ বহন করা ইত্যাদি ম্যানার(!) জানতে হবে।
৭. জন্মদিন এবং এ্যনিভার্সারী ভোলা চলবে না।
৮. নিয়মিত রোম্যান্সের জন্য প্রানশক্তি থাকতে হবে!
৪০-৪৯ বছর বয়সে
১. নোংড়া থাকা চলবে না।
২. টয়লেট সিট নামিয়ে আসতে হবে।
৩. অন্তত উইক-এন্ডে শেইভ করতে হবে।
৪. অফিস আগে, মাঝে মাঝে ডিনারে যাওয়া যেতে পারে।
৫. সংসার খরচের টাকাটা যেন অন্তত ঠিকমত আয় করতে পারে।
৬. স্ত্রীর কথা শুনে সব সময় 'হ্যা' সূচক ভাবে মাথা নাড়তে হবে।
৭. এমন একটা শার্ট পরতে হবে যেটা পেট (ভুড়ি) ঢেকে রাখতে সক্ষম।
৮. নিয়মিত ফার্নিচার রিএ্যারেঞ্জ করার মত শারীরিক শক্তি থাকতে হবে!
৫০-৫৯ বছর বয়সে
১. নাক এবং কানের চুল নিয়মিত পরিষ্কার করতে হবে।
২. পরিষ্কার মুজা এবং আন্ডারঅয়ার পড়তে হবে।
৩. মাঝে মাঝে শেভ করা জরুরী।
৪. কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া চলবে না।
৫. একই জোক তিনবারের বেশি রিপিট করা চলবে না।
৬. নাক ডাকা চলবে না।
৭. বেশি বেশি ধার না করাই ভালো।
৮. সপ্তাহে একদিন লনে বসে চা খাওয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে!
৬০-৬৯ বছর বয়সে
১. বাথরুম কোথায় সেটা মনে থাকতে হবে।
২. ঘুমের সময় নাক ডাকার শব্দ একটু কম হতে হবে।
৩. হাসার সময় বুঝতে হবে কেন সে হাসছে।
৪. দাতগুলো (কৃত্রিম) কোথায় রেখেছে মনে রাখতে হবে।
৫. খাওয়া নিয়ে যন্ত্রনা করা চলবে না।
৬. টাকা পয়সার চিন্তা বাদ দিয়ে বৌ-এর উপর ভার ছেড়ে দিতে হবে।
৭. ছোট বাচ্চাদের ভয়ের কারন হওয়া যাবে না।
৮. উইক-এন্ড মনে রাখার মত শারীরিক(!) শক্তি থাকতে হবে!
৭০-৭৯ বছর বয়সে
১. টয়লেট যেন টয়লেটে হয় সেটা মনে রাখতে হবে।
..............
.............. (চাওয়া গুলো নারীরও মনে পড়ছে না!)
..............
৮. শ্বাস নেয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে!
-নিয়াজ মোর্শেদ চৌধুরী