আজ মধ্য রাতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে মায়ানমারের হ্যাকাররা। http://www.moedu.gov.bd/ সাইটে প্রবেশ করলে দেখা যাচ্ছে হোম পেজে হ্যাকাররা মায়ানমারের পতাকা ঝুলিয়ে দিয়েছে। সেখানে বড় করে লেখা আছে, "উই লাভ রাখাইন"। সাইটটি ওপেন করলেই শোনা যাবে রাখাইন মিউজিক। সাইট হ্যাক তথ্যে লেখা আছে এই সাইটটি হ্যাক করেছে "বিলিংক হ্যাকার গ্রুপ"। এছাড়া তারা একটি ম্যাসেজে মায়ানমার-বাংলাদেশ সীমান্তে বৌদ্ধ ও রাখাইনদের হত্যা বন্ধ করতে বলেছে।
এরপর বাজে ভাষায় গালি দিয়ে বাংলাদেশিদের রোহিঙ্গা উল্লেখ করে বলেছে, সীমান্ত হত্যা বন্ধ না হলে রোহিঙ্গাদের উপর আক্রমণ বন্ধ হবে না (তারই ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাইট হ্যাক করেছে)। তারা বাংলাদেশ থেকে তাদের ভূমি ফেরত চেয়ে বলেছে আমাদের ভূমি ফেরত দাও। তারা আরো লিখেছে, আমরা তোমাদেরকে (বাংলাদেশীদেরকে/রোহিঙ্গাদেরকে) খুজছি, এবং রোহিঙ্গাদের ধর্মের সবাইকে আমরা খুব শীগ্রই হত্যা করবো। সর্বশেষ তাদের ম্যাসেজে তারা আবারও লিখেছে, আমরা রাখাইনদেরকে ভালবাসি আমরা মায়ানমারকে ভালবাসি।
শিহাব উদ্দিন – বার্তা সম্পাদক