আগামী ২৯শে জুলাই আয়ারল্যান্ডে লিভিং সার্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইরিশ সরকার গত ৮ই মে লিভিং সার্ট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়।

তারই ফলশ্রুতিতে, আয়ারল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ লিভিং সার্ট শিক্ষার্থীরা ক্যালকুলেটেড গ্রেডিং সিস্টেমে ফলাফল পাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছে।

গত ৮ই মে ২০২০, শিক্ষা মন্ত্রনালয় সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরীক্ষা 'লিভিং সার্ট' পরীক্ষার পরিবর্তে শ্রেনীকক্ষের কার্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে ফলাফল প্রদান করা হবে। শ্রেনীকক্ষের কার্যক্রমের উপর পদত্ত ফলাফলে যদি কোন শিক্ষার্থী অসুন্তষ্টি প্রকাশ করে, তাহলে তাদেরকে আগামী বৎসরের শুরুতে অর্থাৎ ২০২১ সালের শুরুতে 'লিভিং সার্ট' পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুলগুলো শিক্ষার্থীদের ক্যালকুলেটেড গ্রেডিং পদ্ধতিতে ফলাফল ঘোষনা করবে অর্থাৎ শিক্ষকরা, শিক্ষার্থীদের পূর্বের পরীক্ষার ফলাফল, অ্যাসাইনমেন্টের ফলাফল, ক্রিসমাস/গ্রীষ্মের পরীক্ষার ফলাফল, শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের মেধা তালিকায় অবস্থান ইত্যাদির উপর ভিত্তি করে একজন পরীক্ষার্থী পরীক্ষায় বসলে কি ধরনের গ্রেড অর্জন করতে পারে তার উপর।

উপরোক্ত পদ্ধতিতে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণে সহযোগিতা করবে শিক্ষকরা এবং কারিগরী ও অন্যান্য বিষয়গুলো তদারকি করবে স্কুলের অধ্যক্ষ এবং সিনিয়র ম্যানেজমেন্ট।

এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ লিভিং সার্ট পরীক্ষার্থীরা গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পাওয়ার জন্য নিবন্ধন করেছে। এই নিবন্ধনের সময়সীমা আজ শুক্রবার, ২৯শে মে ২০২০ দুপুর ১২:০০ টায় শেষ হয়ে যাবে। যদি কোন শিক্ষার্থী ক্যালকুলেটেড গ্রেডিং পদ্ধতিতে লিভিং সার্টের ফলাফল পেতে চায় তাদেরকে অবশ্যই আজ দুপুর ১২টার পূর্বে নিবন্ধন করতে হবে।

এ বছর আয়ারল্যান্ডে সর্বমোট লিভিং সার্ট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬১,০২৯ জন। গতকাল বৃহস্পতিবার, ২৮শে মে ২০২০ রাত ১০টা পর্যন্ত ৫৯,৮৫৯ জন লিভিং সার্ট পরীক্ষার্থী গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পাওয়ার জন্য নিবন্ধন করে যা মোট পরীক্ষার্থীর ৯৮ ভাগেরও বেশি। গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পাওয়ার নিবন্ধনের শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত যা শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্তে আজ দুপুর ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়।

শিক্ষা মন্ত্রনালয় থেকে বলা হয়, তারা কাজ করছে ওই সকল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য যারা ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পাওয়ার জন্য গতকালকে শেষ হয়ে যাওয়া সময়ের মধ্যে নিবন্ধন করতে পারেনি।

শিক্ষা মন্ত্রী জো মেক'হিউগ এক বার্তায় স্বাগতম এবং ধন্যবাদ জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ লিভিং সার্ট পরীক্ষার্থীদেরকে যারা কোভিড-১৯ এর কারণে সৃষ্ট নতুন এই প্রক্রিয়ায় গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পাওয়ার জন্য খুব কম সময়ে নিবন্ধন করেছেন।

শিক্ষা মন্ত্রী আরো ধন্যবাদ জানান, গ্রেডিং পদ্ধতিতে ফলাফল নির্ধারণে যুক্ত সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে।

মিষ্টার হিউগ আরো বলেন, তার মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে, আয়ারল্যান্ডের সকল স্কুলসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যারা গ্রেডিং পদ্ধতিতে ফলাফল নির্ধারণে কাজ করছে এবং ওই সকল ছাত্র/ছাত্রীদের জন্য যারা এখনও গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পাওয়ার জন্য নিবন্ধন করেনি কিন্তু তারা যদি গ্রেডিং পদ্ধতিতে ফলাফল পেতে চায় তা পাওয়ার নিশ্চয়তা প্রদান করতে।

নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক