সামাজিক দুরত্ব বজায় রেখে লিভিং সার্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষক ইউনিয়ন পরিষদ শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল।
শিক্ষক ইউনিয়ন পরিষদ শুরু থেকেই বলে আসছিল, "সামাজিক দূরত্বের জন্য কোন কোন ধরণের সুরক্ষা ব্যবস্থা গ্রহন করা হবে তার কোন সুনির্দিষ্ট নীতি সরকার প্রকাশ করেনি এবং আয়ারল্যান্ডে সকল স্কুল/ কলেজের একই দিনে সামাজিক দুরত্ব বজায় রেখে এই রাষ্ট্রীয় পরীক্ষা নেওয়ার মত সম্পদেরও অভাব রয়েছে।"
যদিও শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষক ইউনিয়ন পরিষদের উপরোক্ত উদ্বেগের বিষয়ে কোন মন্তব্য করেনি।
নির্ভরযোগ্য সূত্র হতে জানা যায়, শিক্ষা মন্ত্রনালয় রাষ্ট্রীয় পরীক্ষা "লিভিং সার্ট' বাতিল করে শ্রেনীকক্ষের কার্যক্রমের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করতে পারে। শ্রেনীকক্ষের কার্যক্রমের উপর পদত্ত ফলাফলে যদি কোন শিক্ষার্থী অসুন্তষ্টি প্রকাশ করে, তাহলে তাদেরকে আগামী বৎসরের শুরুতে অর্থাৎ ২০২১ সালের শুরুতে 'লিভিং সার্ট' পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হতে পারে।
আজ শুক্রবার (৮ই মে, ২০২০) সকালে আইরিশ সংসদে শিক্ষা মন্ত্রনালয়ের উপরোক্ত পরিকল্পনা পেশ করা হতে পারে। যদি উপরোক্ত পরিকল্পনাটি পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হয় তাহলে তা বাস্তবায়ন করা হবে।
শিক্ষা মন্ত্রনালয়ের খসড়া পরিকল্পনা অনুযায়ী স্কুলগুলো শিক্ষার্থীদের পূর্বের পরীক্ষার ফলাফল, অ্যাসাইনমেন্টের ফলাফল, শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের মেধা তালিকায় অবস্থান ইত্যাদি বিবেচনা করে ফলাফল প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপরোক্ত পদ্ধতিতে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণে সহযোগিতা করবে শিক্ষকরা এবং কারীগরী ও অন্যান্য বিষয়গুলো তদারকি করবে স্কুলের অধ্যক্ষ এবং সিনিয়র ম্যানেজমেন্ট।
নাসির আহামেদ