কোভিড-১৯ এর জন্য এ বৎসর আয়ারল্যান্ডে বাতিল হয়ে যায় জুনিয়ার সার্ট রাষ্ট্রীয় পরীক্ষা। পরবর্তীতে আইরিশ সরকার ঘোষনা দিয়েছিল স্কুল ভিত্তিক জুনিয়ার সার্ট পরীক্ষা নেয়ার জন্য কিন্তু কতিপয় স্কুল এ সিদ্ধান্তকে অস্বীকৃতি জানানোয় সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

অতপর আইরিশ সরকার সিদ্ধান্ত নেয় স্কুল ভিত্তিক পরীক্ষার পরিবর্তে তৃতীয় বর্ষের জুনিয়র সার্ট শিক্ষার্থীদেরকে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এন্ড স্কিলস্ থেকে কোর্স সম্পন্নের সনদ বিতরণ করা হবে। উক্ত সনদে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকবে না, শুধুমাত্র বিষয়ের নাম উল্লেখ থাকবে।

শিক্ষা মন্ত্রী জো মেক হিউক নিশ্চিত করেন, ২০২০ শিক্ষা বর্ষের শেষে, যত শীর্ঘ্রই সম্ভব প্রতিটি শিক্ষার্থী তাদের স্ব স্ব স্কুল থেকে বিষয় ভিত্তিক অর্জনের উপর লিখিত প্রতিবেদন পাবে যার মধ্যে বিষয় ভিত্তিক গ্রেড উল্লেখ করা থাকবে। বিষয় ভিত্তিক গ্রেড নির্ধারণ করা হবে শেষ তিন বৎসরের পরীক্ষা, টাস্কস্, প্রজেক্টস্, এ্যাসাইনমেন্ট, রচনামূলক প্রশ্নের উত্তর এবং প্রেসেন্টেশনের উপর ভিত্তি করে।

যে সকল শিক্ষার্থী শিক্ষানবীসের কারণে শেষ তিন বৎসরে যথেষ্ট পরিমান টাস্কস্, প্রজেক্টস্, এ্যাসাইনমেন্ট, রচনামূলক প্রশ্নের উত্তর এবং প্রেসেন্টেশনের অংশগ্রহণ করতে পারেনি তারাও কোর্স সম্পাদনের সনদ পাবে।

মিস্টার মেক হিউক উল্লেখ করেন, "আজকের এই সিদ্ধান্তটা ঘোষনা করা হয়েছে, আমাদের চিন্তাভাবনায় সর্বাগ্রে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে।"

পরিশেষে মিষ্টার মেক হিউক আরো বলেন, "গত সপ্তাহে ঘোষনা করা হয়েছে লিভিং সার্ট পরীক্ষা ২৯শে জুলাই অনুষ্ঠিত হবে। জুলাই মাসের ২৯ তারিখে পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা জুন মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হবে।"

নাসির আহামেদ
সংক্ষিপ্ত অনূদিত দি জার্নাল ডট আই ই