আয়ারল্যান্ডের শিক্ষা মন্ত্রী জো মেকহিউগ নিশ্চিত করেছেন জুনে বন্ধ হয়ে যাওয়া লিভিং সার্ট (বাংলাদেশের এইচ. এস. সি সমমান) পরীক্ষা আসছে জুলাই মাসের ২৯ তারিখে অনুষ্ঠিত হবে। 

আইরিশ পার্লামেন্টে মেকহিউগ সাহেব আরো বলেছেন, লিভিং সার্ট পরীক্ষার সময়সূচী জুন মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে। দুই মাস আগে পরীক্ষার সময় ঘোষনা করার কারণে স্বাস্থ্য অধিদপ্তরের জনগনের স্বাস্থ্য বিষয়ক যে কোন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

আইরিশ পার্লামেন্টে জনাব মেকহিউগ কে প্রশ্ন করা হয়েছিল যে, পরীক্ষার পূর্বে যদি কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায় অথবা পরিবারের অথবা আত্নীয়ের মধ্যে কেহ মারা যায় তাদের জন্য দ্বিতীয় কোন পরিকল্পনা আছে কি না? উত্তরে মেকহিউগ সাহেব বলেন, "শিক্ষা মন্ত্রনালয়ের একটি ওয়ার্কি গ্রুপ এই ধরণের একটি সম্ভাব্যতা নিয়ে কাজ করছে এবং তাদের বিশেষ পরিকল্পনাও রয়েছে।"

তিনি আরো বলেন, সব কিছু চোখের পলকে হয়ে যাবে না। আমরা বাস্তব জগতে বসবাস করছি।

যদিও নিয়মানুযায়ী লিভিং সার্ট পরীক্ষার ফি কয়েক সপ্তাহের মধ্যে দিতে হবে। কিন্তু এই মুহুর্তে পরীক্ষার ফি পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই পরিশোধ করতে হবে।

নাসির আহামেদ
অনুবাদ করা হয়েছে ব্রেকিং নিউজ ডট কম থেকে