মাত্র চৌদ্দ বছর বয়সে এ লেভেল পরীক্ষায় চমৎকার সাফল্য পেয়েছে ওয়াজিয়া আহমেদ। সারা বৃটেনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে কনিষ্ঠ ছাত্র এখন সে। এ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে একশ’ নম্বরে একশ’ই পেয়েছে ওয়াজিয়া।

অর্থনীতিতে সে পেয়েছে তিরানব্বই নম্বর। এখন সে সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স করছে। ওয়াজিয়া জানান, বেশ কয়েক বছর ধরে সে ভাবছিল, সে ১৪ বিশ্ববিদ্যালয় শুরু করছে। ব্রিটেনের বিখ্যাত পত্রিকা মিরিরের সূত্রে জানা যায়, তার ছোট ভাই ১২ বছরের জোহাইব আরও জিনিয়াস এবং সেও এগিয়ে আসছে।

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র রসায়ন পরীক্ষায় চমৎকার ফল করেছে। যখন ওয়াজিয়ার বয়স নয় তখনি সে গণিতে দারুণ ফল করে।সে সব চমৎকার সাফল্যই হ্যাম্পশায়ারের এস্টেলিগে বারটন পিভেরিল কলেজের ছাত্র থাকাকালে আজকের শীর্ষ মেধা তালিকায় পৌঁছাতে সাহায্য করে।সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ওয়াজিয়ার এমন রেজাল্টে খুব খুশি। তাকে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে তারা কোনই শর্ত দেয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ে তিন বছরের এমন কোর্স সম্পন্ন করতে ৫৩ হাজার পাউন্ড খরচ হয়।

ওয়াজিয়া যখন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী অর্জন করবে তখন তার বয়স হবে সতের। এরপর পিএইচডি শেষ করে সে বিমা বিশেষজ্ঞ হতে চায়। তার বাবা ওসমান (৪৬) কাজ করেন বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। ওয়াজিয়া সম্পর্কে তিনি বলেন, ‘যখন আমার শৈশব ছিল তখন আমি ওর মত এতটা স্বপ্ন বা কল্পনা করতে পারতাম না।’

অনলাইন ডেস্ক