আগামী ২৯শে জুলাই আয়ারল্যান্ডে লিভিং সার্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইরিশ সরকার গত ৮ই মে লিভিং সার্ট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়।

আইরিশ সরকার কর্তৃক লিভিং সার্ট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯শে জুলাই আয়ারল্যান্ডে লিভিং সার্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সামাজিক দুরত্ব বজায় রেখে লিভিং সার্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষক ইউনিয়ন পরিষদ শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল।

কোভিড-১৯ এর জন্য এ বৎসর আয়ারল্যান্ডে বাতিল হয়ে যায় জুনিয়ার সার্ট রাষ্ট্রীয় পরীক্ষা। পরবর্তীতে আইরিশ সরকার ঘোষনা দিয়েছিল স্কুল ভিত্তিক জুনিয়ার সার্ট পরীক্ষা নেয়ার জন্য কিন্তু কতিপয় স্কুল এ সিদ্ধান্তকে অস্বীকৃতি জানানোয় সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে।