গত ২১ শে ফেব্রুয়ার, ২০১২ তারিখে আর্ন্তজাতি মার্তভাষা দিবস উপলক্ষ্যে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্দ্যেগে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সিটিতে এক বিশাল রেলীর আয়োজন করা হয়। রেলীটি শুরু হয় গার্ডেন অফ রিমাম্বারেন্স থেকে এবং শেষ হয় জি.পি.ও'র সামনে।

গত ১৯ শে ফেব্রুয়ারী আয়ারল্যান্ডের গলওয়েতে স্বাধীনতার ৪০ বছর উদৎযাপিত হয়। জনাব আরিফুজ্জামান টুকু ও লাকি গোমেজের পরিচালনায় স্থানীয় হোটেল সল্ট হিল এ আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ নজুরুল ইসলামের পরিচালনায় - বাংলাদেশ কমিউনিটি অয়েক্সফোর্ড এর উদ্দ্যেগে এনিসকোর্টি টাউনে ২৬শে ডিসেম্বর ২০১১ এক ঈদ পূর্ণ-মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হানি, ডিউক, হিমেল, সুমন ও তানভীর পরিচালনায় ডাবলিনের ব্যান্ড দল "রং" সহ স্থানীয় শিল্পী ভাসানী, জুয়েল অহমেদ জলালী, ইসরাত জাহান জালালী সহ অন্যান্যদের নিয়ে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা উপহার দেন যা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।

বিজয় দিবসের আলোচনা সভায় আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ বলেছেন দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রয়াসই কেবল বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করতে পারে। ২৫ শে ডিসেম্বর ২০১১ কিলকেনীতে বাংলাদেশ কমিউনিটি ওয়াটারফোর্ড ও কিলকেনী যৌথ উদ্দ্যেগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেন।

ডাবলিন মুসলিম সেন্টারের উদ্দ্যেগে ডাবলিনের এডামস টাউনে ২৫ শে ডিসেম্বর অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সহ-সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে, কোলানডালকিন মসজিদের ইমাম আঃ মান্নানের পরিচালনায় ৮ম তাফসিরুল কোরান মাহফিলের আয়োজন করা হয়।