বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের কমিউনিটি গড়ে তোলার মূল লক্ষ্য হচ্ছে নিজ দেশের মানুষের সঙ্গে সদ্ভাব ও সম্প্রীতি বজায় রাখা। প্রথম দিকে বাংলাদেশি কমিউনিটির নানা সংগঠন এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলেও এখন তাদের বিপরীত কর্মকাণ্ড ভাবিয়ে তুলছে সচেতন মহলকে।
বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা সমিতিসহ নানা পেশাজীবী সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু এসব সংগঠন শুধু জেলায় জেলায় বিভেদ তৈরি করে বাংলাদেশিদের ঐক্যে ফাটল ধরাচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। দেখা যাচ্ছে, প্রায়ই জেলা সমিতিগুলো নিজেদের মধ্যেই ঐক্য ধরে রাখতে পারছে না আবার অনেক সময় বাংলাদেশী কমিউনিটির বৃহৎ স্বার্থে গঠিত কোন বড় সংগঠণে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের প্রশ্নে এসব জেলা ভিত্তিক আঞ্চলিক সমিতি বা সংগঠণ প্রাধান্য বিস্তার করে একছত্র অধিপত্যে বিস্তারের অপচেষ্টায় লিপ্ত হয়, এতে করে বিদেশের মাটিতে বাংলাদেশী কমিউনিটির অঞ্চল ভিত্তিক বিভেদ সৃষ্টি হয়।
এতোক্ষণতো শুধু আঞ্চলিক সংগঠনগুলোর কথাই বললাম এখন আসি ফেইসবুকের কথা। আজকাল ফেইসবুকে আঞ্চলিক বিভেদকে উস্কে দেয়া হচ্ছে, অনেক তরুণ বুঝে না বুঝে নিজের অঞ্চলকে বড় করে দেখাতে গিয়ে অন্য অঞ্চলের মানুষকে কটাক্ষ করছেন, কুরুচিপূর্ণ মন্তব্যে লাইভে এসে ঘৃণার বাণী ছড়িয়ে দিচ্ছেন। ফেইসবুকের মতোন একটি বিশাল প্লাটফর্মে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষকে দিতে পারতো সম্প্রীতি ও ভালবাসার বার্তা। ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের বাংলাদেশ মানচিত্র সব অঞ্চলকে প্রতিনিধিত্ব করে। এখানে কোন একটা অঞ্চলকে বাদ দিয়ে বাংলাদেশের মানচিত্র কল্পনা করা যায়না। প্রতিটা অঞ্চলের ভাষাগত ভিন্নতা ও নিজস্ব ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে পারস্পরিক সৌহার্দ্য ও ভালবাসা দিয়ে বরণ করে আমরা মহানুভবতার পরিচয় দিতে পারি। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশী ভিন দেশে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি দেশেই এসব বাংলাদেশীরা সেদেশের স্থানীয় কমিউনিটিতে বাংলাদেশী হিসেবেই পরিচিত, কোন আরবী, আইরিশ কিংবা ইংলিশ বাঙালির কাছে জানতে চায়না তার অঞ্চলের কথা, জিজ্ঞাসা করে দেশের কথা। তাই যেসব তরুণরা অঞ্চলভিত্তিক বিভেদ সৃষ্টি করছেন তাদের একবার ভাবা উচিত নিজের প্রয়োজনে জীবিকার তাগিদে দেশে কিংবা বিদেশে অন্য অঞ্চলের মানুষের সহযোগিতা আপনার লাগবেই। তাই সংকীর্ণ মানসিকতা থেকে বের হয়ে বৃহৎ মনের পরিচয় দিন, নিজেকে মেলে ধরুন সম্প্রীতির সমাজ বিনির্মানে সচেষ্ট হউন।
লেখক: আল করিম মুহিব
সাবেক প্রেসক্লাব সদস্য
মৌলভীবাজার জেলা
বর্তমান আয়ারল্যান্ড প্রবাসী (ডুনেগাল)