আজ শনিবার, (২০শে জুন, ২০২০) আয়ারল্যান্ডের সুহাদা ফাউন্ডেশনে- মসজিদ, স্কুল ও কমিউনিটি সেন্টার নির্মানের জন্য খাবার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। আয়ারল্যান্ডের ডাবলিন-১৫ (বেলেনচার্ডসটাউনে) -এ নির্মিত হচ্ছে এই আধুনিক মসজিদ।
চারতলা বিশিষ্ট ভবনটিতে থাকবে নামাজের স্থান, কমিউনিটি সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়।
আজ অর্থ সংগ্রহে বিক্রিকৃত খাবারের মেনুতে ছিলঃ শিক কাবাব, নান রুটি, সমুচা, হালিম, বিরিয়ানি, জর্দাসহ আরো অনেক কিছু। আয়ারল্যান্ডের অভিবাসী মুসলিম ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এই খাবার ক্রয়ের মাধ্যমে মসজিদের অর্থ সংগ্রহে সহায়তা করেন।
উল্লেখ্য, সুহাদা ফাউন্ডেশন আয়ারল্যান্ডের প্রতিষ্ঠাতা সর্বজন পরিচিত ডাক্তার মোহাম্মদ তৌফিক আল সাত্তার। সাত্তার সাহেব বর্তমানে কর্মরত রয়েছেন ডাবলিনের বুমন্ট হাসপাতালে। তিনি একজন নিওরোলজিষ্ট।
মোঃ মনিরুউজ্জামান মানিক
সহ সম্পাদক