প্রানঘাতি করোনা ভাইরাসে পৃথিবীর মানুষগুলোর স্বাভাবিক জীবন থমকে আছে বেশ কয়েক মাস ধরেই। মৃত্যুর হার রোধে আলোকিত যে মানুষগুলো সামনে থেকে সেবা দিয়ে আসছেন তাদের ভিতর স্বাস্থ্য কর্মী ও পুলিশ সদস্যরা শীর্ষে।
তাদের ত্যাগের প্রতি সন্মান জানাতে ক্লনডালকিন লুকান এডামস্টাউনের বাংলাদেশী সংগঠন-ইন্সপায়ার্ড কমিউনিটি খাদ্য সামগ্রী উপহার দিয়ে মানবতার এক উজ্বল দৃস্টান্ত স্থাপন করলেন।
চেরি ওরচার্ড হাসপাতাল ও ক্লোনডালকিন লুকান রোনাস্ টাউন পুলিশ স্টেশনের সদস্যদের যখন এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়, তখন তাদের কৃতজ্ঞতা জানানোর ভাষায় অভিভূত ইন্সপায়ার্ড কমিউনিটির সদস্যরা। ২০১৮ সালে গড়া প্রায় ৪৫ জনের মত এই কমিউনিটির সদস্যরা করোনা মহামারি রোধের সন্মুখ এ যোদ্ধাদের খাদ্য উপহার দিয়ে নিজেরা যেমন গর্বিত হয়েছেন, গর্বিত করেছেন বাংলাদেশকেও।
লাল সবুজের দেশটির মানুষদের ভালবাসায় বিদেশের মাটিতে মানবতাবোধের এ এক নতুন সূর্য। এর আলোয় পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্বল হবে মনে করেন এখানের প্রবাসী বাংলাদেশীরা।
ইন্সপায়ার্ড কমিউনিটির এ খাদ্য উপহার গ্রহন করেন- ফিয়োনা ক্লিয়ারী, সাইফুজ্জামান খাঁন, জনসন রাজন, নীলিন ভস।
এসময় কমিউনিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন- তাজুল ইসলাম, হারুন ইসলাম, হামিদুল নাসির, জাকারিয়া প্রধান, ইমান আলী, জসিম উদ্দিন, শাহীন মিয়া, আনোয়ার হোসেন, রুহুল তালুকদার, মাজহারুল ইসলাম ঝিনুক, হারুন খাঁন, সামসুল আলম, রফিক উল্লাহ,সফিক মিয়া, মফিজ, শাহিন, আক্তার হোসেন প্রমুখ।
প্রতিবেদন তৈরি করেছেনঃ
সৈয়দ জুয়েল (সময় টিভি প্রতিনিধি)
কামাল উদ্দিন (ইয়ন টিভি প্রতিনিধি)