রাজনীতি’ বহুল আলোচিত, সমালোচিত এবং পরিচিত শব্দ। প্রবাসে প্রবাসীদের মনে একটা শঙ্কা সর্বক্ষণই থেকে যায়, প্রবাসে রাজনীতিতে অনুপ্রবেশ ভবিষ্যৎকালে প্রবাসী রাজনীতিবীদের কি ফয়দা বা প্রবাসে কেনইবা দেশের রাজনীতি করবেন? একজন বাংলাদেশী নাগরিক ও দেশপ্রেমী হিসেবে রাজনীতি করা সকলের কর্তব্য।
ইসলাম ধর্মেও এটিকে ফরয হিসেবে ধরা হয়, তবে শর্ত প্রযোজ্য। এছাড়াও সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সকল ক্ষমতার অধিকারী জনগণ। অতএব রাজনীতি করা দোষের কিছু নয় বরং কর্তব্য পালন। তবে রাজনৈতিক পরিবেশ সুষ্ঠ বজায় রাখা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য। এই রাজনিতীবিদরা যদি প্রবাসে প্রবাসীদের কল্যানের জন্য রাজনীতি করে তা হলে প্রবাসীরা নিজেদের কল্যানের সাথে সাথে দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে।
কমিউনিটির সকল প্রবাসীর চোখগুলোর সমন্বয় নেতার দু’চোখ। মনে করতে হবে নেতা যখন ঘুমায় পুরো কমিউনিটি ঘুমায়। নেতা যখন নিথর-নিস্তব্ধ, সমাজও নিথর-নিস্তব্ধ। নেতা যখন কোনো কিছু দেখেও না দেখার ভান করে, সমাজও তখন অন্ধত্ব ধারণ করে। নেতা যখন ভালো মন্দ পার্থক্য করার শক্তি হারিয়ে ফেলে, সমাজেও বধিরের সংখ্যা বেড়ে যায়।নেতার নেতৃত্ব যেমনি পুরো কমিউনিটি কে পরিবর্তন করে দিতে পারে, তেমনি জাহাজের পাটাতন কাত হয়ে ডুবে যাওয়ার মতো কমিউনিটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। যে কোন দলের নেতার ধ্যান ধারনা যদি প্রবাসীদের আলোকে সংকীর্ন করে তার আশার আলোর বিস্তার ঘটাতে চায়,তখন কমিউনিটিত আসে অন্ধকারের ছোয়া, হয়ত বা নেতা সেই আশার আলোয় দ্বারা তার জীবন কে চাকচিক্য করে নেয়, তাতে হয়ত তার মনের তৃপ্তিতে কিছুটা স্বাদ পেতে পারে, কিন্তু অন্তরে ভিতরে সেই তৃপ্তি স্বাদ হয়ে উঠে আগুনের বিভীষিকা মত। এই কমিউনিটির কাছে রেখে যাবে তার অতীতের কর্মকান্ড, হয়তবা সেই অতীতের কর্মকান্ডের দায়দায়ীত্ব তার ভবিষ্যপ্রজন্ম বহন করতে পারে।
আমাদের রাজনৈতিক নেতাদের মনে রাখতে হবে সবসময়- ভোগে মুক্তি নয়, ত্যাগেই মুক্তি। এই অনুভূতি নিয়ে, দল, মত, জাতি, শিক্ষিত, অল্প শিক্ষিত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কমিউনিটির জন্য কাজ করে, তা হলে কোন অপশক্তি নাই যে আমাদের কমিউনিটির পথ চলা রুখে দিতে পারে। সবার জন্য প্রবাদ বাক্য টি মনে রাখা দরকার- যায় দিন ভাল, আসে দিন খারাপ। তাই আসুন সকলে মিল বিশেষ করে সকল দলের রাজনৈতিক নেত্রীবৃন্দ মিলে মিশে আমাদের এই জরাজীর্ণ কমিউনিটি কে সামনে দিকে এগিয়ে নিয়ে ভবিষ্যতপ্রজন্ম একটি সুন্দার স্বপ্ন উপহার দিই। নিশ্চয়ই ভবিষ্যতপ্রজন্ম আপনাদের নাম স্বর্ন অক্ষরের লিখে রাখবে। পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন আমাদের নেতারা। এই দোয়া আপনাদের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছি। আমিন।
(আমার লিখার মাধ্যমে কোন দলের নেতা যদি মনক্ষুন্ন হন, আমার অন্তরের অন্তর থেকে তার কাছে আমি ক্ষমাপ্রর্থী)।
ফারুক সারোয়ার, ডাবলিন, আয়ারল্যান্ড