প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এস এম সালাউদ্দিন মন্ডল আজ ভোর ৪ টায় নারায়ণগঞ্জের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। জনাব এস এম সালাউদ্দিন মন্ডলের জন্ম হয় ১৯৫৮ সালে নারায়নগঞ্জে। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর তাজেক প্রধান স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

জনাব এস এম সালাউদ্দিন মন্ডল আয়ারল্যান্ড (সোর্ডস, ডাবলিন) প্রবাসী মোঃ রহমান (রানা) সাহেবের ফুফাতো ভাই। কিংবদন্তী ফুটবলার এস এম সালাউদ্দিন মন্ডলের সাথে আয়ারল্যান্ড প্রবাসী মোঃ রহমানের সাথে শেষ কথা হয় গতকাল রাতে মৃত্যুর কয়েক ঘন্টা আগে। ইচ্ছা থাকা সত্ত্বেও মোঃ রহমান করোনা মহামারীর জন্য বাংলাদেশে যেতে পারছেন না।

জনাব এস এম সালাউদ্দিন মন্ডল একইসাথে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি ও গোগনগর উত্তর মসিনাবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি ছিলেন।

মরহুম এস এম সালাউদ্দিন মন্ডল মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

আমরা আইরিশ বাংলা বার্তার ও আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে জনাব এস এম সালাউদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক