পরিবর্তনই সংসারের নিয়ম..অনেকেই ভাবছেন হটাৎ করে পুরাতন সাংস্কৃতিক বক্তব্য কেন চলে আসলো! মে ২০২০ শেষের দিকে চীন থেকে আগত ভাইরাস কেন জানি স্বপনে শয়নে আমাদের জীবনযাপন বিরক্তিকর থেকে মহা মহা পর্যায়ে নিয়ে এসেছে। প্রসঙ্গ তুলাটাই ত্যক্ততা!!

অনেকের মানবিক চরিত্রের উন্নয়ন হয়েছে আবার অনেকের অন্যরকম মিথস্ক্রিয়ায়, মনে হচ্ছে প্রতিটা মুহুর্তেই যেন সমুদ্র মন্থনের ঢেউ!

দীর্ঘ কয়েকমাস যাবৎ গৃহবন্দিতে উদাহরণস্বরূপ (মে ২০২০ হিসেবে) আয়ারল্যান্ডের বেকারত্ব হার রেকর্ড ২৮.২% ঠেকেছে (যদিও এই হিসাব যারা কোভিড-১৯ সামাজিক বেকারভাতা রয়েছেন তাদের সহ)।

আর বাংলাদেশের বেকারত্বের পুক্ষানুপুঙ্ক্ষ হিসাব নেই ঐ সময়ের!!

আর্থ-সামাজিক স্থবিরতায় উন্নত বিশ্বেও ২০২০ এ রেশ কাটিয়ে উঠতে মরিয়া তাই অনেক দেশসমুহই গ্রীষ্মকালের পর্যটন শিল্পের অর্থকরি দরকার বিশেষভাবে! মনে হচ্ছে এর জন্যেই "Desperate Measurement নিচ্ছে Desperate Time এ"!!

আমাদের প্রসঙ্গে আসিঃ
বাঙ্গালীদের অনেকেই চাকুরীর ক্ষেত্রে এখন Hospitality Industry এর পাশাপাশি Security, Hospital, Taxi Self Employment, Retail, IT এবং Online প্রভৃতি ক্ষেত্রে মনোনিবেশ করছে! ভেবে দেখুন এইসব ক্ষেত্রসমুহ করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নেও একদম সচল ছিলো!

অনিশ্চয়তা যেখানে তুঙ্গে তাহলে বিচক্ষণ ব্যক্তি হিসাবে আপনি কেন বসে থাকবেন হে?

IBEC (Irish Business and Employers Confederation) যারা প্রায় ৭০% ব্যক্তিমালিকানাধীন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে আয়ারল্যান্ডে, এখন তাঁরাই আইরিশ সরকারকে বলছে ব্যবসা খুলে দিতে।

ইউরোপের মতো অন্যান্য দেশসমুহ যাদের পর্যটন শিল্পের বিকাশ রয়েছে যেমনঃ গ্রীসে এখন গ্রীষ্মকালীন সময়ে ২৯ টি দেশের পর্যটকদের তাদের দেশে আসার অনুমতি দিয়েছে।

বিশ্বের মধ্যে করোণা ভাইরাসের বিরুদ্ধে সবচাইতে সফল দেশ ভিয়েতনামকে সকলের অনুসরণ করা দরকার। আর দক্ষিণ কোরিয়ান মডেল, জাপানিজ মডেল, চেক রিপাবলিক মডেল খারাপ নয় ক্রান্তিকালে জীবনযাপন চালিয়ে যাবার ক্ষেত্রে।

আপনি সতর্কতায় সাবধানতায় আছেন অন্যরাও ঠিক তাই, আবার অনেকেই একটু ভিন্নভাবে ভালো চিন্তায় আরোও ভালো কিছু হয়ত করছে। এটাকে প্রতিযোগিতার নিরিখে দেখা উচিৎ হবে না বরং কর্মদিপ্ততার আঁধারেই রাখবো।

২০১৯ সালের শেষের দিক এবং ২০২০ সালটা বিশ্ববাসীকে শিখিয়ে দিলো যে Individualism (একক চিন্তা) করেও United হওয়া যায়! এটা যেন নব্য বৈজ্ঞানিক Socialism এর মডেল! প্রশ্ন হলো এই মডেলটা কি "Nordic Scandinavian" পাঁচটি দেশের মতো কি?

পরিশেষে তো বলতে হচ্ছেঃ
পরিবর্তনশীল চালচরিত্র-জীবিকাচার যে যতদ্রুত বুঝে নিতে পেরে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে তাঁরাই তো হতে যাচ্ছে আগামীর The King Maker!