প্রেস বিজ্ঞপ্তি: সম্মানিত আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিবৃন্দ অতি আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে, অনলাইন ভিত্তিক 'প্রবাসী টিভি আয়ারল্যান্ড' বাংলাদেশী কমিউনিটি আয়ারল্যান্ড এর সেবায় আত্মপ্রকাশ এবং সম্প্রচার করতে যাচ্ছে, কমিউনিটির যেকোনো খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর!

আমরা প্রবাসী টিভি আয়ারল্যান্ড 'Bringing The Community Together' এই স্লোগানকে সামনে নিয়ে কমিউনিটির সবার মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য ছড়িয়ে দিতে চাই এবং একই ছাতার নিচে একে অপরের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নের সেবায় নিয়োজিত থেকে আরো কাছাকাছি আসার প্রত্যয় করছি।

প্রবাসী টিভি আয়ারল্যান্ড সীমিত আকারে প্রতি সপ্তাহে একদিন করে আয়ারল্যান্ডের কমিউনিটি সংবাদ পরিবেশন করবে Facebook এবং Youtube এ এবং ধীরে ধীরে এর সম্প্রচার বৃদ্ধি করা হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা:
বাংলাদেশী কমিউনিটি আয়ারল্যান্ডের সংবাদ, লাইভ শো, টকশো, বিজনেস, বিনোদন, খেলাধুলা সহ নানাবিধ অনুষ্ঠান প্রচার প্রচারণা আমাদের পরিকল্পনায় রয়েছে। সম্মানিত কমিউনিটি বৃন্দদেরকে অনুরোধ করব আমাদের এই মহতী উদ্যোগে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জন্য।

আপনাদের সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আমরা আয়ারল্যান্ডে একটা পূর্ণাঙ্গ টিভি চ্যানেল করতে সক্ষম হব।

আমাদের ওয়েবসাইটের ঠিকানা:
http://prabasitvireland.com (under construction)

Email: এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
Facebook Page: Prabasi TV Ireland
YouTube Channel: Prabasi TV Ireland