আয়ারল্যান্ডের মুসলিম অভিবাসীদের জন্য সুসংবাদ। ইসলামিক সেকেন্ডারি স্কুলের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। কর্কের বালিনচলিং নামক শহরে একটি ইসলামিক স্কুল তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে আগামী বছর সেপ্টেম্বর থেকে।
ডাবলিনের ইসলামিক স্কুলের ধর্মীর শিক্ষার সিলেবাস অনুসরণ করে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম পরিচালনা করবে এবং পাশাপাশি এটি আইরিশ সরকারের স্ট্যান্ডার্ড জুনিয়র ও লিভিং সার্টিফিকেট পরীক্ষার সিলেবাসও অনুসরণে বাধ্য থাকবে। সুতরাং আরবী ও কোরান শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত থাকলেও এখান থেকে যেসব শিক্ষার্থী পাশ করে বেড় হবেন তারা সবাই মূলধারার সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতন উদ্যোমী ও মেধাবী হবেন। শিক্ষা মন্ত্রণালয় সরাসরি ইসলামিক স্কুলটি তত্ত্বাবধায়ন করবে।
স্কুলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অবিভাবকরা নিম্নোক্ত ফোন নাম্বার ও ই-মেইলে যোগাযোগ করতে পারেনঃ
ড. এফ রেদওয়ান
ইমাম কর্ক দাওয়া সেন্টার এবং ডাইরেক্টর কর্ক ইসলামিক কালচারাল সেন্টার
ইমেইলঃ এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।
০৮৬৮৪৫৯৭৫২
যোগাযোগের সময় আপনার সন্তানের নাম, বয়স ও বর্তমানে কোন শেণীতে অধ্যয়নরত তা উল্লেখ করতে হবে।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক