লোকবল এবং কারিগরী সহায়তার অভাবে দীর্ঘদিন 'দি আইরিশ বাংলা বার্তা' পত্রিকাটি বন্ধ ছিল। আয়ারল্যান্ডে করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা চালুর পর থেকেই আমি নাসির আহামেদ বাড়িতে অবস্থান করছি এবং আমার হাতে অনেক সময় থাকায় আমি এই অনলাইন পত্রিকাটি পুনরায় চালু করি।

পত্রিকাটি চালুর পর থেকে সার্বক্ষনিকভাবে কন্টেট দিয়ে সহযোগিতা করেছেন জনাব এ. কে. আজাদ, মনিরুজ্জামান মানিক এবং ওবায়দুর রহমান রুহেল সহ জনাব সাজেদুল চৌধুরী রুবেল, সৈয়দ জুয়েল, দিলিপ বড়ুয়া এবং সমীর কুমার ধর। আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই জনাব ওবায়দুর রহমান রুহেলকে। পত্রিকাটি চালুর পর থেকে বিষয় ভিত্তিক আয়ারল্যান্ডের নিউজ, বাংলাদেশের নিউজ এবং কমিউনিটির নিউজ সবচেয়ে বেশি দিয়ে সহায়তা করেছে ওবায়দুর রহমান রুহেল।

জনাব আবুল কালাম আজাদ শুরু থেকেই 'দি আইরিশ বাংলা বার্তার' সাথে যুক্ত ছিল। গত ২৪শে মে ২০২০ জনাব আজাদ আয়ারল্যান্ডে অনলাইন ভিত্তিক 'আইরিশ বাংলা পোষ্ট' নামে একটি পত্রিকা চালু করে। বর্তমানে জনাব আজাদ উক্ত পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করছেন। আমরা 'দি আইরিশ বাংলা বার্তা' পত্রিকার পক্ষ থেকে জনাব আজাদের এবং 'আইরিশ বাংলা পোষ্টের' উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।

অনলাইন পত্রিকাটি পুনরায় আনুষ্ঠানিকভাবে চালুর পর থেকে এর পিছনে কারা কাজ করছে তা প্রকাশ না করায় অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন পত্রিকাটির বর্তমান সদস্যমন্ডলীর নাম।

'দি আইরিশ বাংলা বার্তা' পরিবারের বর্তমান সদস্যরা হচ্ছেনঃ

নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক

মোঃ মনিরুউজ্জামান মানিক
সহ সম্পাদক

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক

পত্রিকাটিতে কয়েকজন উপদেষ্টামন্ডলীও রয়েছেন, তাদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।

আমি পাঠকের পড়ার কথা চিন্তা করে নেভিগেশনকে সহজ করার লক্ষ্যে পত্রিকাটির ইউজার ইন্টারফেসে অনেক পরিবর্তন নিয়ে আসি। পত্রিকাটির মূল মেনুটি রয়েছে টপে এবং সাইডবারে রয়েছে সর্বাধিক পঠিত প্রবন্ধগুলো।

'দি আইরিশ বাংলা বার্তা' আয়াল্যান্ডের বসবাসরকত বাংলাদেশী কমিউনিটির জন্য একটি অনলাইন পত্রিকা। পাঠকের সুবিধার কথা চিন্তা করে আমরা এই পত্রিকায় কখনোই বিরক্তিকর বিজ্ঞাপন সংযোজন করব না। এই পত্রিকার নূন্যতম ব্যয় 'দি আইরিশ বাংলা বার্তা' পরিবারই বহন করবে।

দৃষ্টি আকর্ষনঃ 'দি আইরিশ বাংলা বার্তা' পত্রিকায় প্রকাশিত লেখার দায়-দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব, লেখকের লেখার ও মতামতের জন্য 'দি আইরিশ বাংলা বার্তার' সম্পাদক দায়ী নয়।

নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক