আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আজ মঙ্গলবার, ২৬শে মে ২০২০ ইউসুফ মনি'র তও্বাবধানে অনলাইন কমিউনিটি রেডিও "আইরিশ বাংলা এফ এম" এর যাত্রা শুরু হয়েছে। এটি-ই আয়ারল্যান্ডে বাংলা ভাষায় প্রথম অনলাইন রেডিও।
মঙ্গলবার বিকেলে "আইরিশ বাংলা এফ এম" অনলাইন রেডিও টি ভার্চুয়াল্লি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যান্ড নোভার প্রতিষ্ঠাতা সদস্য জনাব আহমেদ ফজল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
জনাব মোঃ মোস্তফা (বাংলাদেশে এসোসিয়েশন অব আয়ারল্যন্ডের (BAI), সাবেক সভাপতি)
সৈয়দ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশে এসোসিয়েশন অব আয়ারল্যন্ডের (BAI), সাবেক সাধারণ সম্পাদক)
আনোয়ারুল হক (অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (ABAI), সাবেক সাংগঠনিক সম্পাদক)
জনাব দিলীপ বড়ুয়া (ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব)
জনাব সৈয়দ জুয়েল (বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং সময় টিভির প্রতিনিধি)
জাহিদ মোমিন (লেখক, কলামিষ্ট এবং এনটিভি আয়ারল্যান্ডের প্রতিনিধি)
জনাব স্বনদ্বীপ (কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডাবলিন, আয়ারল্যান্ড)
জনাব শফি (আয়ারল্যান্ড প্রবাসী)
আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও আয়ারল্যান্ডে প্রথম বাংলা পত্রিকা, "বাংলা বার্তার" তিন জন প্রতিষ্ঠাতার মধ্যে একজন প্রতিষ্ঠাতা জনাব কাজী আহমেদুল কবির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন "আইরিশ বাংলা এফ এম" এর প্রতিষ্ঠাতা ইউসুফ মনি। জনাব মনি তার বক্তব্যে "আইরিশ বাংলা এফ এম" রেডিওর উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন জনাব মনি এবং কায়েস চৌধুরী, কাজী আহমেদুল কবিরের সাথে ২০০৭ সালে প্রথম আয়ারল্যান্ডে 'বাংলা বার্তা' পত্রিকাটির প্রিন্ট সংষ্করণ চালু করে।
প্রধান অতিথি জনাব আহমেদ ফজল করিম তার বক্তব্যে "আইরিশ বাংলা এফ এম" অনলাইন রেডিও'র সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে "আইরিশ বাংলা এফ এম" রেডিওটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নোভা'র প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ ফজল করিম অনলাইন রেডিওর উদ্বোধন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
"আইরিশ বাংলা এফ এম" রেডিও'র ওয়েব এড্রেসটি হচ্ছেঃ http://irishbanglafm.com/।
মনিরুজ্জামান মানিক
সহ সম্পাদক
দি আইরিশ বাংলা বার্তা