ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! এই দিনে হিংসে বিভেদ ভুলে সব মুসলিম অনাবিল সুখ আনন্দে নেচে উঠে কিন্তু এবার ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা। করোনা পরিস্থিতির কারণে এক বিষাদময় সময় পার করছে পৃথিবী। কর্মচাঞ্চল্য আর স্বাভাবিক জীবনধারা পাল্টে দুর্বিষহ সময় যাচ্ছে প্রবাসীদের।

তাই মনোবল চাঙ্গা করতে ঘরোয়া পরিবেশে আয়ারল্যান্ডের জনপ্রিয় 'রং' ব্যান্ডের সদস্যরা আয়োজন করেন "গানের আড্ডা"। উক্ত গানের আড্ডায় গান পরিবেশন করেন দিদার, রন্টি এবং আয়ারল্যান্ডের 'রং' ব্যান্ডের সদস্য হিমেল।

মোঃ মনিরুউজ্জামান মানিক
সহ সম্পাদক
দি আইরিশ বাংলা বার্তা