আয়ারল্যান্ডে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়ে গেল গতকাল। এই বছর দিনটি এমন সময়ে পালিত হলো, যখন করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্বই বিপর্যস্ত হয়ে পড়েছে। আয়ারল্যান্ডে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা দিন দিন কমছে।

যদিও লকডাউন শিথিলের প্রথম ধাপ চলছে তবুও বেশ নিয়ন্ত্রিত চলাফেরার মধ্যেই থাকতে হচ্ছে, সর্বোচ্চ ৫ কিলোমিটারের বেশী ভ্রমণের অনুমতি নেই, চারজনের বেশী জনসমাগমকে নিরুৎসাহিত করা হচ্ছে, শেষকৃত্যের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ১০ জন পর্যন্ত অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে। বড় জামাতে নামাজ আদায়, কুশলাদি বিনিময় ও কোলাকুলির দৃশ্য, ঈদে এসব সূচিপত্র হারিয়ে গেছে মলাটের ভাঁজে। চেনা মুখগুলো গৃহবন্দী, সুন্দর দিনগুলো ফ্রেমে বন্ধি। সবমিলিয়ে ভিন্ন এক পরিস্থিতিতে পালিত হলো এবারের ঈদুল ফিতর।

বিভিন্ন কাউন্টির মুসলিম কালচারাল সেন্টার কিংবা ইসলামিক এসোসিয়েশন মূলত ঈদের জামাত আয়োজন করে থাকে যেমন ডনেগালে প্রতিবছর লেটারকিনি ইসলামিক এসোসিয়েশন স্থানীয় কমিউনিটি সেন্টারে ঈদ জামাতের আয়োজন করে থাকে। যেহেতু গণ জমায়েতের বিরুদ্ধে সরকারি বিধিবিধান চালু আছে তাই আয়ারল্যান্ড ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ নিজ ঘরে ঈদের নামাজ আদায় করার পরামর্শ দেয়া হয়। অনেকে ব্যক্তি উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের বাসায় নিকট প্রতিবেশীদের নিয়ে ঈদের জামাত আদায় করেছেন।

তথ্য প্রযুক্তির এই যুগে একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ না হলেও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেসশীরা ভার্চুয়াল আড্ডা আর খোশ গল্পে জমিয়ে রেখেছিলেন কমিউনিটির ফেইসবুক পেইজ ও গ্রুপগুলোতে। যমুনা টিভির আয়ারল্যান্ড প্রতিনিধি ও ইউটিউব ব্লগার জনাব রুবায়েত দ্বীপের প্রাণবন্ত উপস্থাপনায় আইরিশ বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে চাঁদরাতে এক বিশেষ লাইভ টকশো / ঈদ আড্ডার আয়োজন করা হয়। আয়ারল্যান্ডে সাংবাদিকতার সাথে জড়িত কমিউনিটির পরিচিত প্রিয়মুখ, জনাব সৈয়দ জুয়েল, জনাব মনিরুজ্জামান মানিক, জনাব জাহিদ মোমিনসহ আরও অনেকেই উক্ত লাইভ আড্ডায় অংশগ্রহণ করেন।

আয়ারল্যান্ডে বসবাসরত বৃহত্তর বরিশাল সমিতির পক্ষ থেকেও লাইভ আড্ডার উদ্যোগ নেয়া হয় সেখানে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মীর সাব্বিরের উপস্থিতির ব্যাপারে আয়োজকবৃন্দ আগে থেকেই ঘোষণা দিয়ে রাখেন, দূর্ভাগ্যবশত লাইভ অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য আমার হয়নি তবে ভিডিও ক্লীপগুলো ফেইসবুকে শেয়ার করলে তখন দেখার আগ্রহ প্রকাশ করছি। এছাড়াও ডাবলিনের বাসিন্দা কমিউনিটির প্রিয় মুখ জনাব দিলীপ কুমারের সংবাদ ভিত্তিক ব্রেকিং নিউজ ফেইসবুক চ্যানেল ও ব্যাংকার জনাব আরিফ ভূইয়ার ভার্চ্যুয়াল আড্ডায় ক্রিকেট ব্যক্তিত্ব আশরাফুলের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এই ঈদেই জনাব আবুল কালাম আজাদের সম্পাদনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আত্ন প্রকাশ করে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল আইরিশ বাংলা পোষ্ট। পত্রিকাটির অভিষেক উপলক্ষে এর সাফল্য কামনা করে আয়ারল্যান্ডে বসবাসরত বিশিষ্টজনেরা এক ভিডিও বার্তায় কমিউনিটির সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তাই বলা যায় অন্যরকম ঈদ হলেও আয়ারল্যান্ডের এবারের ঈদের সময়টুকু আনন্দেই কেটেছে বাংলাদেশী কমিউনিটির জন্য, অন্ততপক্ষে যারা সোশাল মিডিয়ায় একটিভ তাদের ক্ষেত্রেতো তা বলাই বাহুল্য।

লেখকঃ ওবায়দুর রহমান রুহেল