ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! এ কথা সবাই মানলেও, করোনা পরিস্থিতির কারণে এবার নিষ্প্রাণ ঈদ পালন করল আয়ারল্যান্ড প্রবাসীরা।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। শত কর্মব্যস্ততার মাঝে ঈদের দিন কাজ থেকে ছুটি নেওয়া। অধিকাংশ প্রবাসীর ঈদের দিনে মূল কর্মসূচি। সকালে গোসল সেরে মিষ্টি মুখে নতুন জামা-কাপড় পরে ঈদগাহ মাঠে যাওয়া, নামাজ শেষে দল বেঁধে দাওয়াত খেতে যাওয়া ঈদের দিন মানেই অনেক মজার মজার সুস্বাদু খাবার। আড্ডা দেওয়া এ ছাড়া ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না।

এবার প্রবাসীদের ঈদ উদযাপন ভিন্নরকম। করোনা পরিস্থিতির কারণে এবার অনেকেই ঈদের নামায বাসায় পড়েন। অনেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পার্কে মিলিত হন এবং ঈদের অনেক মজার মজার সুস্বাদু খাবার খান। আবার অনেক কেই দেখা যায় ভার্চুয়াল জগতে ঈদের আড্ডায় লিপ্ত হতে।

মনিরুজ্জামান মানিক