বাংলাদেশ কমিউনিটির সংস্কৃতি চর্চার রাজধানী নামে পরিচিতি। ইডেন কলেজ ও আয়ারল্যান্ড বাংলা প্রেস ক্লাবের সৌজন্যে গত ১১ ই এপ্রিল কিলার্নীর ম্যালটন হোটেলে এ যাবৎ কালের সেরা সাস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। আরিফুল ইসলাম রিপন ও চুমকি আহমেদ এর উপস্থাপনায় ঝাঁকে ঝাঁকে নাঁচ, গান, কবিতা, কৌতুক ও রম্য নাটকে উৎফুল্ল হয়ে উঠে পুরো হোটেল।
জম কালো বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জিন্নুরাইন জাইগিরদার, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, ইকবাল মাহমুদ, সালাউদ্দীন আহমেদ দীন, লোকমান হোসেন, কিলার্নীর মেয়র ডোনাল গ্রেডি, কাউন্সিলর টম ডোহাটি ABAI ও BSAI এর সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন কাউন্টি থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক