গত ১০ ই এপ্রিল ২০১২ বহুল আলোচিত বাংলাদেশ কমিউনিটি অফ কর্ক, আয়ারল্যান্ড এর সাধারণ নির্বাচন ২০১২ সম্পন্ন হয়। আয়ারল্যান্ডের ২য় বৃহত্তর সিটি কর্কে ইতি পূর্বে দুটি বাংলাদেশী এসোসিয়েশন ছিল। কর্কে অবস্থানরত সকল প্রবাসী বালাদেশীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই নির্বাচনের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুষ্ঠ, সুন্দর ও আনন্দময় পরিবেশে নির্বাচন কমিশন ভোট গ্রহণ সম্পন্ন করেন। অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রতিনিধি দল সহ আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত গন্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। ভোট গননার পূর্বে প্রার্থীগণ সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে মতামত প্রকাশ করেন। রাত দুটায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে তোহিদুল ইসলাম (টম) ২১৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী নজরুল ইসলাম পেয়েছেন ১০৯ ভোট। সাধারন সম্পাদক পদে বিজয় ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলম পেয়েছেন ১১৮ ভোট। রফিক খান ১৩৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী রনি পেয়েছেন ১১৩ ভোট। কর্ক -এ বাংলাদেশীরা তাদের মূল্যবান ভোট দিয়ে সভাপতি পদে তোহিদুল ইসলাম (টম) ও রফিক খান কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করায় তাদের পক্ষ থেকে ধন্যবাদ প্রকাশ করেছেন।