সৌদি আরবে ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি শুক্রবার সন্ধ্যায়। ফলে সেখানে আগামী রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সাথে মিল রেখে আয়ারল্যান্ড সহ ইউরোপের দেশগুলো ঈদ পালন করে থাকে। আগামীকাল শনিবার হবে এ বছরের শেষ রোজা।
আরবি দিনপঞ্জিকা অনুসারে, রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। সাধারণত রমজান মাস ৩০ বা ২৯ দিনের হয়ে থাকে। চাঁদ উঠার উপর নির্ভর করে মাস একদিন কম-বেশি হয়ে থাকে।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম উম্মাহর দরবারে ঈদের খুশির বার্তা নিয়ে এলো ঈদ। পবিত্র ঈদের খুশি ধনী, গরীব সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এবারের ঈদের দিনের দোয়া যেন হয় "করোনাভাইরাস মুক্তি পৃথিবী চাই"।
আয়ারল্যান্ডের অনলইন পোর্টাল দি আইরিশ বাংলা বার্তা, ডাবলিন বাংলা বার্তা, আইরিশ বাংলা টাইমস্, আইরিশ বাংলা পোষ্ট, আইরিশ বাংলা নেশন ও আইরিশ বাংলা প্রেস ক্লাবের এর পক্ষ থেকে আমাদের পাঠক, শুভানুধ্যায়ী ও সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
কামাল উদ্দিন, সৈয়দ জুয়েল, জাহিদ মোমিন, ওবায়দুর রহমান রুহেল, রুবায়েত দ্বীপ, মনিরুজ্জামান মানিক, এ. কে. আজাদ, আবদুর রহিম, শিহাব উদ্দিন এবং নাসির আহামেদ সহ অন্যান্য সবাই