করোনা ভাইরাসের কারণে এবারের ঈদের নামাজের জন্য আয়ারল্যান্ডের সুহাদা ফাউন্ডেশন দিয়েছে কিছু গাইড লাইন, যারা সুহাদা ফাউন্ডেশন মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন তাদের জন্য।
ঈদুল ফিতরের নামাজ শনিবার ২৩শে মে শনিবার অথবা ২৪শে মে রবিবার অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের নামাজ নিশ্চিত হওয়ার জন্য ২২ শে মে রাতে কল করতে পারেন নাম্বারে ইসলামিক ফাউন্ডেশন অব আয়রল্যান্ডের এই নাম্বারে (০১-৪৫৩৩২৪২) অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট https://islamicfoundation.ie আপডেট পাওয়ার জন্য।
আয়ারল্যান্ডের সুহাদা ফাউন্ডেশনে ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের দিন করোনভাইরাস জনিত ঝুঁকি হ্রাস করার বিষয়ে, নামাজ পড়তে আসা সকল ব্যক্তিকে সর্বদা মানুষের মধ্যে কমপক্ষে ১ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। মুসলিম ভাইদের নিরাপত্তার কারণে আয়ারল্যান্ডের সুহাদা ফাউন্ডেশনে ঈদের নামাজের দিন করোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম কানুনগুলো মেনে চলার অনুরোধ করেছে। মসজিদের সীমাবদ্ধ স্থানের কারণে যদি কেউ ঈদের নামাজ আদায় করতে না পারেন, তাদেরকে বিষয়টা ভালোভাবে নেওয়ার এবং সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।
সুহাদা ফাউন্ডেশন থেকে নিম্নলিখিত বিষয়গুলো মানার পরামর্শ দেওয়া হয়েছেঃ
- প্রত্যেকেই নামায শুরু হওয়ার ১ ঘন্টা আগে মসজিদে আসবেন
- কোভিড -১৯ থেকে সুরক্ষার জন্য বাচ্চাদের এবং মহিলাদের মসজিদে আনবেন না
অবশেষে পবিত্র মাহে রমজানে আয়ারল্যান্ডের সুহাদা ফাউন্ডেশন কে সহযোগিতার জন্য সকল মুসলিম ভাই ও বোনদের সুহাদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ।
মনিরুজ্জামান মানিক