গতকালকে (২১শে মে ২০২০) সকালে সংবাদটি পড়লাম "The Irish Independent" সংবাদপত্রে। আইরিশ সাংবাদিক Mr. Hugh O’Connell এর গতকালকের (২১শে মে ২০২০) ঐ পত্রিকার আর্টিকেলের প্রথম প্যারাগ্রাফে লিখেছিলেন-

Fianna Fáil, Fine Gael, and the Greens are discussing plans to give up to 17,000 undocumented migrants legal status in Ireland as part of their programme for government talks.

সংবাদটি বাংলাদেশীসহ অন্যান্য নন-ইউরোপীয়ানদের জন্যে অত্যান্ত আশাপ্রদ সংবাদ বিশেষ করে যারা দীর্ঘদিন আয়ারল্যান্ডে বৈধভাবে প্রবেশ করে এখন অবৈধ (Undocumented) হয়ে আছেন।

বর্তমান ক্ষমতাশীন দল Fine Gael থেকে নির্বাচিত Justice Minister Mr. Charlie Flanagan কে অনেকেই শক্ত ধরণের মানুষ মনে করেন।

দেখা যাক “পাথরের মন গলে” কিনা! এই উপপাদ্যটি যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আইরিশ সরকারের হিসাব অনুযায়ী ১৫,০০০ থেকে ১৭,০০০ নন-ইউরোপীয়ানরা যারা বর্তমানে অবৈধ তারা বিশেষ সরকারী স্কীমের (Regime/ Act) এর মাধ্যমে বৈধতা পেতে যাচ্ছেন যদি সবকিছু হিসাব অনুযায়ী চলতে থাকে। আর ২০০০ থেকে ৩০০০ জন অবৈধদের ইতিমধ্যে আয়ারল্যান্ডে পরিবার রয়েছে বাচ্চাসহ। বিষয়টা অনেকটাই মানবিক পর্যায়ে পড়ছে।

MRCI (Migrant Rights Centre in Ireland) এর প্রতিনিধি Mr. Neil Bruton বলেন যে-
"It's a good time to do it because a lot of people can't travel. Undocumented people are here long term - 75pc of people are here over five years. We are leaving them in the shadows"

মুলত: "COViD-19" একটি বৈশ্বিক ব্যাপার যার প্রতিরূপ একটি সমুদ্র মৈথনের মতো এতে যেমন "হলাহল বিষ" উঠবে তেমনি "অমৃতও" ভেসে উঠবে।

পর্তুগাল, ইতালীর মতো আয়ারল্যান্ড সরকার স্ব স্ব দেশের দীর্ঘদিন যাবৎ বসবাস কারী বিভিন্ন দেশের নন-ইউরোপীয়ানদের অবৈধ থেকে অভিবাসন প্রক্রিয়ায় বৈধকরণ করার কার্যে এগিয়ে এসেছে।

পশ্চিম দেশগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, এদের মানবিকতার প্রদর্শন অনিস্বীকার্য।

আপনি মধ্যপ্রাচ্যের দিকে লক্ষ্য রাখুন, এমনকি দক্ষিন কোরিয়া, জাপান সহ অন্যান্য দেশে যেখানে আপনি সারাটা জীবন বসাবাস করলেও কখনোও ঐ সমস্ত দেশের নাগরিকত্ব তো পাবেনই না এবং ঐ দেশে ব্যবসা করার অনুমতি এবং মধ্যপ্রাচ্যের নারীকেও বিয়ে করার অনুমতি নাই!! আর মধ্যপ্রাচ্যের দেশ থেকে বিদেশী নাগরিকদের বাধ্যমুলকভাবে ফেরত পাঠাচ্ছে যা পশ্চিমাবিশ্বে পাবেন না!!

আমেরিকার অভিবাসন স্বল্প সময়ের জন্যে করোনা ভাইরাসের কারনে কঠোর হলেও বিশাল দেশে তাদের বিদেশীদের অভিভাসন পক্রিয়া কখনও বন্ধ হবার নয়।

আমরা আয়ারল্যান্ডে যারা বৈধভাবে দীর্ঘদিন বসবাস করে আসছি তারা চাই সকল অবৈধ বাংলাদেশীদেরকে বৈধ করে নেওয়া হোক, বিশেষ করে অনেক বাঙ্গালীরা সাইপ্রাস, গ্রিসসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে আয়ারল্যান্ডে এসেছেন।

তবে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যেসব বাঙ্গালীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিশেষ কোন এরিয়াতে দক্ষতা (যেমনঃ IT, Science, Engineering, Medical, Accounting and Business etc), ইংরেজী ভাষায় দক্ষতা এবং মার্জিত ব্যবহার রয়েছে তাদেরকে যেন আইরিশ সরকার বিশেষ সদয় দৃষ্টি দেন।

MRCI এর Neil Bruton আরও উল্লেখ করে বলেন যে-
"The MRCI has proposed a scheme that would be open for a six-month period with any applicant having to prove they have no serious criminal conviction, that they have been resident in the State for three years, or two years if they have a child or dependant, and be able to show evidence of employment or a job offer in an area which has a skills shortage."

অর্থাৎ বিশেষ বিশেষ নির্দিষ্ট কর্মক্ষেত্রের সুযোগও রয়েছে সেইসব জায়গা অবৈধদের জনশক্তি হিসেবে কাজে লাগানো।

আর আমাদের একটু নজর দিতে হবে যে আমরা সুবিধার সুযোগ নিয়ে কাজ না করে ইচ্ছাকৃত ভাবে সরকারী বেকার ভাতার (Social Welfare Benefit /Dole) না নেই।

সুসময় এসেছে তা কাজে লাগিয়ে বাঙ্গালী জাতির বৈশ্বিক যে সুনাম রয়েছে "পরিশ্রমি জাতি" হিসেবে সেটার মান-সম্মান যেন আমরা সবাই মিলে আরোও উন্নয়ন করি।

সর্বশেষে আমরা চাই গুনের ও দক্ষতার বিচার হোক আর সেই হিসেবে আয়ারল্যান্ডে যেন কোন "গুনি - পরিশ্রমী - শিক্ষিত" বাঙ্গালীর অবৈধ টাইটেল নিয়ে কষ্টে দিন না কাটে।

বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে, দেশের শিল্প-বাণিজ্য বিকাশে এবং দেশের পর্যটন শিল্প বিকাশে প্রবাসী বাঙ্গালীরা আরও ভালো অবদান রাখার সুযোগ পাবে। আর যারা দীর্ঘদিন যাবৎ দেশে ফিরতে পারছেন না তাদের মানসিক যন্ত্রনার ইতি ঘটবে।

অবৈধ বাঙ্গালীরা বৈধ হলে বাংলাদেশের অনেক দিক দিয়ে লাভবান হবে সেটা আপনারা সকলেই ভালো করে বুঝেন এবং জ্ঞাত আছেন।

সমীর কুমার ধর
ডাবলিন, আয়ারল্যান্ড