সামাজিক মাধ্যমে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের কাছে অন্যান্য প্লাটফর্মের চেয়ে ফেইসবুক বেশ জনপ্রিয়। আয়ারল্যান্ডের বাংলাদেশী কমিউনিটিতে হয়তো এমন কাউকে খুজে পাওয়া যাবে না যার ফেইসবুকে একটি একাউন্ট নেই।

হতে পারে অনেকের দুটি অথবা তিনটি একাউন্টও রয়েছে এবং অনেকে ছদ্দনামেও ফেইসবুকে বিচরণ করছে। আয়ারল্যান্ডে বাংলাদেশীরা কম বেশি সকলেই ফেইসবুকে স্বক্রিয়। ফেইসবুকে এই স্বক্রিয়তা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে কোভিড-১৯ লকডাউন শুরুর পর থেকে। লকডাউন শুরু পর থেকে যেহেতু সকলে বাড়িতে রয়েছে, সকলেই চেষ্টা করছে কিছু না কিছু লিখতে অথবা করতে এবং তা ফেইসবুক গ্রুপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিতে।

ফেইসবুকে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্য এত বেশি গ্রুপ রয়েছে যে কোন গ্রুপটি কি উদ্দেশ্যে খোলা হয়েছে এবং সেই উদ্দেশ্যেগুলো গ্রুপ এডমিনরা মানছে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। দেখা যায় কিছু কিছু গ্রুপ খোলা হয়েছে শুধুমাত্র আয়ারল্যান্ডে বসবাসরত বাংলােদেশী কমিউনিটিকে সুযোগ সুবিধা ও বিভিন্ন ধরণের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য কিন্তু বাস্তবে সে সকল গ্রুপ গুলো হাটছে উল্টো পথে। ওই সকল গ্রুপে যুক্ত হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী অনেক বাঙ্গালীসহ বিদেশিরাও এবং ওই সকল গ্রুপ গুলোতে যে যার মত এলোমেলো পোষ্ট দিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই ওই সকল অপ্রাসঙ্গিক পোষ্টগুলো গ্রুপের নামের সাথেও অসঙ্গতিপূর্ণ। গ্রুপের মেম্বারদের ভৌগলিক অবস্থান আয়ারল্যান্ডে কিনা গ্রুপ এডমিনরা তা কখনোই যাচাই বাছাই না করেই গ্রুপে মেম্বার বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এমনও দেখা গেছে ওই সকল গ্রুপ গুলোতে অত্যন্ত নোংরা কথা-বার্তা, বর্ণবাদী মন্তব্য, হুমকি এবং হয়রাণীমূলক কন্টেন যথাযথভাবে নিয়ন্ত্রন করা হচ্ছে না এবং ওই সকল গ্রুপগুলোতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার শর্তাবলীও আরোপ করা হচ্ছে না। ওই সকল নাম সর্বস্ব গ্রুপ এডমিনদের মূল উদ্দেশ্যই হচ্ছে গ্রুপের মেম্বার বৃদ্ধি করা এবং নিজেকে গ্রুপ এডমিন দাবী করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা।

নাম সর্বস্ব গ্রুপগুলোর হালচাল পর্যালোচনা করে এবং আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয়তা উপলব্ধি করে ডাবলিনে বসবাসকারী ডাঃ মোসাব্বির হোসাইন রুবেল "আমরা আয়ারল্যান্ড প্রবাসী" নামে ফেইসবুকে একটি গ্রুপ তৈরি করেন। উক্ত গ্রুপটিতে রয়েছে বেশ কয়েকজন স্বক্রিয় মডারেটর এবং গ্রুপটিতে শুধুমাত্র আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীরাই যুক্ত হতে পারে।

"আমরা আয়ারল্যান্ড প্রবাসী" ফেইসবুক গ্রুপের মূল উদ্দেশ্যঃ
এই গ্রুপের মূল উদ্দেশ্য আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদেরকে গঠনমূলক যুগোপুযোগী মৌলিক লেখায় উৎসাহ প্রদান করার পাশাপাশি আয়ারল্যান্ড সম্পর্কিত সময়সাময়িক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা। গ্রুপে যুক্ত হতে হলে আবেদনকারীর ভৌগলিক অবস্থান অবশ্যই আয়াল্যান্ডে হতে হয় এবং আবেদনকারীকে বাংলাদেশী হতে হয়। আমি যখন এই গ্রুপটিতে যুক্ত হই সম্মানিত ডাঃ মোসাব্বির হোসাইন রুবেল আমার সাথে ফোনে কথা বলে আমার পরিচয় এবং অবস্থান নিশ্চিত হয়েছিলেন।

এখানে একটা বিষয় খুবই লক্ষ্যনীয় তা হচ্ছে আমাদের অনেকেরই রয়েছে বাংলা ভাষায় বিষয় ভিত্তিক মৌলিক কিছু লেখার দক্ষতা, যা এতদিন ছিল লোকচক্ষুর আড়ালে সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রতকরণে "আমরা আয়ারল্যান্ড প্রবাসী" গ্রুপের ভূমিকা তাৎপর্যপূর্ণ।

গ্রুপ এডমিন ও প্রতিষ্ঠাতাঃ
ডাঃ মোসাব্বির হোসাইন রুবেল (মেডিসিন বিশেষজ্ঞ) বর্তমানে কর্মরত রয়েছেন ডাবলিনের (Blanchardstown) কনোলি হাসপাতালে। আমরা কম বেশি সকলেই জানি একজন ডাঃ দৈনিক কতটা সময় হাসপাতালে ব্যয় করেন এবং পাশাপাশি তার পরিবারকেও সময় দিতে হয়। সব কিছুর পরেও হোসাইন সাহেব আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির স্বার্থে চমৎকারভাবে চালিয়ে যাচ্ছেন "আমরা আয়ারল্যান্ড প্রবাসী" গ্রুপটি।

গ্রুপ মডারেটরঃ
গ্রুপ মডারেটরের দায়িত্ব পালনে রয়েছেন প্রফেসার জাকিয়া রহমান, শিপন দেওয়ান, সৈয়দ জুয়েল, নাসির মাহামুদ এবং আরিফ ভুইয়া। মডারেটরের ভূমিকায় সবচেয়ে বেশি স্বক্রিয় রয়েছেন প্রফেসার জাকিয়া রহমান ও শিপন দেওয়ান।

আমার ব্যাক্তিগত কিছু অভিজ্ঞতাঃ
আয়ারল্যান্ডে ডাঃ জিন্নুরাইন জায়গীরদার অনেক আগে থেকেই তার ব্যাক্তিগত ফেইসবুক ওয়ালে কবিতা, প্রবন্ধ, আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটি এবং আয়ারল্যান্ড ও বাংলাদেশের সময় সাময়িক বিষয়ের উপর লিখতেন এবং এখনও লিখে যাচ্ছেন। ডাঃ জিন্নুরাই জায়গীরদারের পাশাপাশি সাজেদুল চৌধুরী রুবেল (লিমরিক) এবং সৈয়দ জুয়েল (গলওয়ে) আমাদেরকে অনেক গল্প কবিতা ও প্রবন্ধ উপহার দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। তবে একজন ব্যাক্তি সম্পর্কে আমার জানা ছিল না, সে হচ্ছে ব্যবসায়ী দিলীপ বড়ুয়া। আমি জানতাম না সেও এত সুন্দর বাংলা লিখতে পারে, শুধু বাংলা লিখাও নয় তার পাশাপাশি বড়ুয়া সাহেব আমাদেরকে মন ভালো করে দেওয়ার মতন অভিনয়ও উপহার দিয়েছেন। আরো রয়েছে ডনেগাল থেকে ওবায়দুর রহমান রুহেল। জনাব রুহেল ফেইসবুকে নিউজ লেখার পাশাপাশি কবিতা গল্পও কম লেখেন না। গ্রুপটিতে খুবই স্বক্রিয় এবং বিষয়ভিত্তিক লেখা উপহার দিচ্ছেন প্রফেসার জাকিয়া রহমান আপা।

সর্বশেষ আমি বলব, ডাঃ মোসাব্বির হোসাইন রুবেলের "আমরা আয়ারল্যান্ড প্রবাসী" গ্রুপটির মাধ্যমে অনেক সুপ্ত প্রতিভা বিকোশিত হচ্ছে। অনেক মৌলিক লেখা আমাদের সামনে চলে আসছে এবং একে অপরকে দেখে লেখায় উৎসাহিত হচ্ছে ও লেখার পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজেই এখান থেকে পেয়ে যাচ্ছে। গ্রুপটিতে যোগদানের মাধ্যমে ও তথ্য আদান প্রদান করে আপনিও এগিয়ে নিয়ে যেতে পারেন আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিকে।

আপনি যদি আয়ারল্যান্ড প্রবাসী হয়ে থাকেন এবং এই গ্রুপটিতে এখনও মেম্বার না হয়ে থাকেন, তাহলে এই লিংঙ্কের https://www.facebook.com/groups/518489645531124/ মাধ্যমে গ্রুপটিতে যোগদান করুন।

নাসির আহামেদ