গত ২১ শে ফেব্রুয়ার, ২০১২ তারিখে আর্ন্তজাতি মার্তভাষা দিবস উপলক্ষ্যে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্দ্যেগে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সিটিতে এক বিশাল রেলীর আয়োজন করা হয়। রেলীটি শুরু হয় গার্ডেন অফ রিমাম্বারেন্স থেকে এবং শেষ হয় জি.পি.ও'র সামনে।

উক্ত রেলীতে অংশগ্রহন করেন আয়রল্যান্ডে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশী এছাড়া অন্যান্য দেশীরাও উক্ত রেলীতে উপস্থিত ছিলেন। অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের অধীনে বাংলাদেশ আওয়ামীলীগ - আয়ারল্যান্ড শাখা, বাংলাদেশ জাতীয়তা বাদী দল - আয়ারল্যান্ড শাখা, বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন, GAEILGE, LCC মানি ট্রান্সফারসহ বিভিন্ন অঙ্গ সংগঠন রেলীতে অংশ গ্রহন করেন। রেলী শেষে আর্ন্তজাতিক মার্তভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইকবাল মাহমুদ ও কাজী কবিরের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন - ডক্টর জিন্নুরাইন জাইগিরদার, জাকির হোসেন, জহিরুল ইসলাম জহির, সামসুল হক, বিল্লাল হোসনে, মোশারফ হোসেন, মিরাজ শিকদার, আজাদ তালুকদার, হুমায়ুন কবির (অপু), ইকবাল আহমেদ (লিটন), কামরুল ইসলাম সহ আরও অনেকে। রেলী শেষে দুপুর দুইটায় সুইট এন্ড স্পাইস -এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল - আয়ারল্যান্ড শাখা, দুপুর ২টা ৩০ মিনিটে সিডা কলেজ, অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড , বিকেল ৫টা ৩০ মিনিটে সুইট এন স্পাইস এ বাংলাদেশ আওয়ামীলীগ - আয়ারল্যান্ড শাখা ভিন্ন ভিন্ন আলোজনা সভার আয়োজন করে। ডাবলিন মুসলিম সেন্টারের খতিব জনব আব্দুল মান্নানের তত্ত্বাবধানে শহীদ ভাষা সৈনিকদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ, কে, আজাদ – বার্তা সম্পাদক