বৈশ্বিক করোনা কোবিড-১৯ মহামারী কালে ডাবলিন আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব সাইফুর রহমান বাবলুর পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

গত ১৬ই মে ২০২০ (শনিবার) "মরহুম হাজী মোহাম্মদ লুৎফুর রহমান ফ্যামেলি ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ডাবলিন আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব সাইফুর রহমান বাবলু প্রায় আড়াইশত গরীব দুস্থ পরিবারের মাঝে "ঈদ উপহার সামগ্রী" বিতরণ করেন।

এই বিশাল উপহার সামগ্রী প্রদান করা হয় সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারের বাসস্ট্যান্ড এলাকায়। উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন সিলেট বিয়ানীবাজার পৌরসভার সম্মানিত মেয়র জনাব আব্দুস শুক্কুর সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্খিত ছিলেন বিয়ানিবাজার আওয়ামী লীগের সাবেক সাধরণ সম্পাদক জনাব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

আরও উপস্থিত ছিলেন বিয়ানিবাজার আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন চৌধুরী ও আলীনগর ইউনিয়ন এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলেই প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতার ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মাহবুবুল হাসান।

পুরো অনুষ্ঠানটির পৃষ্টপোষকতায় ছিলেন ডাবলিন আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব সাইফুর রহমান বাবলু।

সমীর কুমার ধর
সাংগঠনিক সম্পাদক
ডাবলিন আওয়ামী লীগ