গত ১৯ শে ফেব্রুয়ারী আয়ারল্যান্ডের গলওয়েতে স্বাধীনতার ৪০ বছর উদৎযাপিত হয়। জনাব আরিফুজ্জামান টুকু ও লাকি গোমেজের পরিচালনায় স্থানীয় হোটেল সল্ট হিল এ আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ কমিউনিটি অফ গলওয়ে, আয়ারল্যান্ড এই অনুষ্টানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলওয়ে কমিউনিটি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব জামাল বশির। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় টি.ডি (আইরিশ মেম্বার অফ পার্লামেন্ট) জনাব ডেনেক নলান, গলওয়ে কাউন্সিলর ক্যাথরিন কনালী, কাউন্সিলর ফ্রেঙ্ক ফাহি, অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর জিন্নুরাইন জাইগিরদার, নাবির হাসান মনির, ইকবাল মাহমুদ, জহির, ইকবাল হোসেন লিটন, তৌহিদুল ইসলাম টম, ফকির মোহাম্মদ জাকির, মোস্তাফিজুর রহমান, কবির আহম্মেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মনোজ্ঞা সাস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন গলওয়ে বাংলাদেশী শিল্পী গোষ্টি, কিলার্নী বাংলাদেশী শিল্পী গোষ্টী এবং লিমেরিক বাংলাদেশী শিল্পী গোষ্টি।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক