সৈয়দ নজুরুল ইসলামের পরিচালনায় - বাংলাদেশ কমিউনিটি অয়েক্সফোর্ড এর উদ্দ্যেগে এনিসকোর্টি টাউনে ২৬শে ডিসেম্বর ২০১১ এক ঈদ পূর্ণ-মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হানি, ডিউক, হিমেল, সুমন ও তানভীর পরিচালনায় ডাবলিনের ব্যান্ড দল "রং" সহ স্থানীয় শিল্পী ভাসানী, জুয়েল অহমেদ জলালী, ইসরাত জাহান জালালী সহ অন্যান্যদের নিয়ে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা উপহার দেন যা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।

প্রবাসে এমন অনুষ্ঠান উপহার দেয়ায় সকলে আনন্দিত ও উচ্ছসিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবলিনের সাংস্কৃতিক দল সুজনের সভাপতি বিজন শাহা, লিনা সেনগুপ্তা, সৈয়দ শমছুল ইসলাম বিপুল, রিয়া ইসলাম, আয়ারল্যান্ড বি.এন.পি'র যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন, পলাশ, মামুন, কামাল উদ্দীন আহমেদ, আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মিরাজ শিকদার, সহ সাধারণ সম্পাদক মোনায়েম খন্দকার রানা, সাউথ ওয়েষ্ট বি.এন.পি কিমিটির উপদেষ্টা অপু কাজী, সহ সম্পাদক সৈয়দ এমরান হোসেন উজ্জ্বল সহ অন্যান্য।

মনিরুজ্জামান মানিক – বার্তা সম্পাদক