মাহে রমজান এবং লাইলাতুল কদর উপলক্ষ্যে আইরিশ বাংলা প্রেস ক্লাবের উদ্দ্যেগে এক বিশেষ ইসলামিক আলোচনার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় আইরিশ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়ারল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সকল বাংলাদেশীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। উক্ত আলোচনা সভায় আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোজাফ্ফর বিন মহসীন।
আলোচনার বিষয়ঃ
মাহে রমজান এবং লাইলাতুল কদরের তাৎপর্য
প্রধান অতিথিঃ
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোজাফ্ফর বিন মহসীন
তারিখঃ
শুক্রবার, ১৫ই মে
সময়ঃ
বাংলাদেশ - রাত ১০টা
ইউ. এস. এ - দুপুর ১২টা
আয়ারল্যান্ড - বিকাল ৫টা
ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করতে, আইরিশ বাংলা প্রেস ক্লাবের https://www.facebook.com/Irish-Bangla-Press-club-108385377195892 এই লিংঙ্কটিকে আগামীকাল শুক্রবার, ১৫ই মে আয়ারল্যান্ড সময় বিকাল ৫টায় ক্লিক করুন।
নাসির আহামেদ