ডাবলিন মুসলিম সেন্টারের উদ্দ্যেগে ডাবলিনের এডামস টাউনে ২৫ শে ডিসেম্বর অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের সহ-সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে, কোলানডালকিন মসজিদের ইমাম আঃ মান্নানের পরিচালনায় ৮ম তাফসিরুল কোরান মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন এসটিভির জীবন জিজ্ঞাসা অনুষ্টানের আলোচক মোফাসিরে কোরান হযরত মাওলানা শায়েখ মাহমুদুল হাসান। জনাব হাসান সাহেবের বক্তব্য সকলে আগ্রহ করে শুনেন। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, কবির হোসেন, শাহিন রেজা, কামাল উদ্দীন আহমেদ, জাকারিয়া প্রধান, আব্দুল জলিল, কামরুল হক, আজিজুর রহমান মাসুদ আব্দুল ওয়াদুদ সহ আয়ারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমবৃন্দ। মাওলানা শায়েখ মাহমুদুল হাসান বিভিন্ন প্রশ্নের ইসলামিক সমাধান দেন। সকল মুসলিমগন মাওলানা শায়েখ মাহমুদুল হাসান এর বক্তব্যে আভিভূত হয়ে উনাকে আবারো আয়ারল্যান্ডে আসার আমন্ত্রন জানান।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক