পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের প্রিয় আয়ারল্যান্ডেও কভিড-১৯ এর কারণে ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে মানবতাকে রক্ষা করতে যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের মধ্যে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল নিবেদিতপ্রাণ ব্যক্তিগণ অন্যতম।

কিলকেনি বাংলাদেশী কমিউনিটির সিদ্ধান্ত অনুযায়ী, কিলকেনি St. Luke's Hospital এর স্বাস্থ্যকর্মীদের মহান কাজের স্বীকৃতিস্বরূপ কিলকেনি কমিউনিটির পক্ষ থেকে চিকেন বিরিয়ানি সরবরাহের মধ্য দিয়ে ধন্যবাদ জানানো হয়। কভিড-১৯ এর সব নির্দেশিকা অনুসরণ এবং পালন করে গতকাল বৃহস্পতিবার (৭ই মে ২০২০) সারাদিনে ছয় শতাধিক স্বাস্থ্যকর্মীকে খাবার সরবরাহ করা হয়। কিলকেনি বাংলাদেশী কমিউনটির পক্ষ থেকে আরো একদিন খাবার সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

সমগ্র আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির অতি পরিচিত মুখ এবং প্রাণভাজন সৈয়দ মোস্তাফিজুর রহমান বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যকে, যারা আর্থিক ভাবে এবং অন্যান্য ভাবে স্বতঃস্ফূর্ত এই কাজে সহযোগিতা করেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এই কাজে গত দুইদিন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যার মধ্যে সর্বজনাব কামাল হোসেইন, স্বপন দেওয়ান, চন্দন, ইউসুফ, ফরহাদ, মিজান এবং সানি উল্লেখযোগ্য, তাদের সকলকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

সৈয়দ মোস্তাফিজুর রহমান আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান, Royal Spice রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সৈয়দ রেদোয়ান আহমেদ বাবুকে। সৈয়দ রেদোয়ান আহমেদ বাবু তার রেস্টুরেন্টটি পুরোপুরি উন্মুক্ত করে দিয়েই ক্ষান্ত হননি, তিনি এই মহান কাজের জন্য ব্যক্তিগতভাবেও অনেক পরিশ্রম করেন এই কাজটিকে সম্পন্ন করার জন্য।

সৈয়দ মোস্তাফিজুর রহমান আরো ধন্যবাদ জানান, Indique রেস্টুরেন্ট এবং Shimla রেস্টুরেন্টের মালিকগণকে তাদের সার্বিক সহযোগিতার জন্য।

অবশেষে বিষেশ ধন্যবাদ জানান St. Luke's Hospital অথোরিটির Mary Corcoran কে। Mary Corcoran সার্বক্ষনিকভাবে যোগযোগ রাখেন সৈয়দ মোস্তাফিজুর রহমান সাথে বাংলাদেশী কমিউনিটির এই উদ্যোগকে সাফল্যের সহিত সম্পন্ন করার লক্ষ্যে।

Mary Corcoran, St. Luke's Hospital অথোরিটির পক্ষ থেকে সৈয়দ মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশী কমিউনিটির সকলকে ধন্যবাদ জানিয়ে উপরের কার্ডটি প্রেরণ করেন।

নাসির আহামেদ