প্রেস বিজ্ঞপ্তিঃ আইরিশ বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশের করোনা মোকাবিলায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না!"

আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোনদের প্রতি আমাদের বিশ্বাস এবং আশা যে সকলে এই মহৎ উদ্যোগে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

আপনার ১ ইউরো দানেও বাংলাদেশের একটি অসহায় এবং ক্ষুধার্ত পরিবার পেতে পারে কমপক্ষে ২ কেজি চাল।

তাছাড়াও, মাহে রমজানের মধ্যে আমাদের দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক সময়ের থেকে কয়েকগুণ বেশি সোওয়াব এবং বরকত দান করেন।

আমরা রমজানের ২৪ তম দিন অর্থাৎ ১৭ই মে থেকে বাংলাদেশে ত্রাণ কার্যক্রম শুরু করার ব্যাপারে বদ্ধপরিকর ।

এই লক্ষ্যে, অনুদান গ্রহণের শেষ সময়সীমা ১৫ই মে নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (৪ঠা মে, ২০২০) থেকে তহবিল সংগ্রহের পরিমান এবং এই সর্ম্পক্রিত অন্যান্য কার্যক্রম এর আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে জানিয়ে দেওয়া হবে।

আপনারা ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন এবং করোনা ভাইরাসের বিস্তৃতি রোধ আইরিশ সরকারের প্রণিত সকল নির্দেশনা মেনে চলুন।

ইতিমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা ও যারা মৃত্যুবরণ করেছেন সবার আত্নার মাগফেরাত কামনা করছি। সাহায্যের পাশাপাশি সবাই ঘরে বসে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহ্ নিকট প্রার্থনা করুন করুন যেন করোনা মোকাবিলায় আমাদের মাতৃভূমির অসহায় মানুষগুলির পাশে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে পারি এবং আপনাদের কাছে সুস্থতার সাথে সংবাদ পৌছে দিতে পারি।

মহাণ আল্লাহু রাব্বুল আলামীন যেন আমাদের সবাইকে হেফাজত রাখা সহ এই মহামারী থেকে সারা বিশ্বের মানবজাতিকে রক্ষা করে, আমিন!

"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনু-নি ওয়াল জুযা-মি ওয়ামিন সায়্যিল আসক্বাম"

অনুদান প্রদানের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার জন্য একান্ত অনুরোধ করা যাচ্ছেঃ

জাহিদ মমিন চৌধুরী (এনটিভি)
মোবাইলঃ 0861629553

সৈয়দ জুয়েল (সময় সংবাদ)
মোবাইলঃ 0899518051

মোঃ মনিরুজ্জামান মানিক (ডাবলিন বাংলা বার্তা ও দি আইরিশ বাংলা বার্তা)
মোবাইলঃ 0851798323

মাহিদুল ইসলাম সবুজ (এটিএন)
মোবাইলঃ 0897089978

শহিদুল ইসলাম রনি
মোবাইলঃ 0899509444

জাহিদ ইসলাম
মোবাইলঃ 0899484467

রুবায়েত দ্বীপ
মোবাইলঃ 0851057482

মাহিম হোসেন রিজবী
মোবাইলঃ 0894062723