চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালী গ্রামে, "সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে" এ প্রতিপাদ্য সামনে রেখে চলমান করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের মানুষের মাঝে প্রবাসীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন সৌদি আরব প্রবাসী সোহেল পাটওয়ারী, জনি পাটওয়ারী, আয়ারল্যান্ড প্রবাসী মো: মনিরুউজ্জামান মানিক এবং স্থানীয় ইসমাঈল পাটওয়ারী ও খোকন পাটওয়ারী।
ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালী গ্রামে হত দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্যদ্রব্য প্রদান করা হয়। গত ১লা মে শুক্রবার এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
প্রবাসীদের সকলকে অনুরোধ করবো এই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের এই পোস্টের উদ্দেশ্য দেশে বা বিদেশে অন্যান্য সকলকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ দেওয়ার জন্য অনুপ্রাণিত করা।