আয়ারল্যান্ডের কর্ক নিবাসী সিরাজগঞ্জের কৃত্বি সন্তান মরহুম কবির আহাম্মেদ ছোটন ভাই এর রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত দোয়া মাহফিল রমজান এবং চলমান নিষধাজ্ঞা উত্তোলনের পরে আয়োজন করা হবে। আমরা জানি অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও আইরিশ সরকার ঘোষিত ১০ জনের বেশী জামায়েত বিধিনিষেধ থাকায় মরহুম কবির আহাম্মেদ ছোটন ভাইয়ের জানাযায় এবং দাফনে অংশগ্রহন করতে পারেনি। তাদের এই অংশগ্রহণ করতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আগামীতে ইনশাল্লাহ আইরিশ সরকার যদি নিষেধাজ্ঞা শিথিল করে অথবা তুলে নেয় আপনারা সকলে মরহুমের দোয়া মাহফিলে শরীক হয়ে মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা করবেন।

আমরা যথাসময়ে আপনাদেরকে দোয়া মাহফিলের সময়, তারিখ এবং স্থান জানিয়ে দিব।

ধন্যবাদান্তে,
মামুন ভাই, আবু বিজয়, রফিক খান, কাজি শাহ আলম, ফয়জুল্লাহ সিকদার, জাফর ভাই, লুনা ভাই ও কামাল সহ সকল শুভাকাঙ্খী