আয়ারল্যান্ডের কর্ক সিটিতে দীর্ঘদিন যাবৎ বসবাসরত অত্যন্ত সুপরিচিত সিরাজগঞ্জের সন্তান "জনাব কবীর আহমেদ ছোটন" কর্ক ইউনিভার্সিটি হাসপাতালে দীর্ঘ তিনদিন ICU তে মৃত্যুর সাথে পান্জা লড়ে অদ্য বিকাল ৩.৩০ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃত্যুর কারন ছিলো "ব্রেইন স্ট্রোক"।
মৃত্যুকালে উনার বয়স ছিলো ৪৬ বৎসর। তিনি চার সন্তান, সহধর্মিনী, আত্মীয় স্বজন এবং অনেক শুভাকাঙখীদের রেখে না ফেরার দেশে চলে গেছেন।
আমরা সবাই মরহুমের জন্যে দোয়া করি আল্লাহ যেন তার এই প্রিয় বান্দাকে জান্নাতবাসী করেন। আর মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি রইলো আমাদের সমবেদনা এবং সহমর্মিতা।
প্রেস বিজ্ঞপ্তি
মনিরুজ্জামান মানিক